মহামেডান -৩(রুডোভিচ, ফাইয়াজ ২)। রিয়াল কাশ্মীর-১(কিমকিমা)
মোস্তাফিজুর রহমান,কল্যাণী,আপনজন: লিগের শুরু থেকে এক নম্বরে ছিল মহামেডান। কিন্তু হঠাতই ছন্দপতন ঘটে তাদের। পাঞ্জাবের কাছে হেরে লিগ টেবিলে পিছিয়ে পড়ে তারা।তাই বৃহস্পতিবারের ম্যাচটা ছিল এক প্রকার ‘মাস্ট উইন’ পরিস্থিতি। আর সেখানে সত্যিকারের চ্যাম্পিয়নের মতো কামব্যাক করলো কলকাতার জায়ান্ট। এদিন কল্যানীতে তেঁড়েফুঁড়ে শুরু করে মহামেডান স্পোর্টিং। ফলও পায় হাতেনাতে।ম্যাচের ১২ মিনিটে মার্কাস জোসেফের অসাধারন ডিফেন্স চেরা পাস থেকে মহামেডানকে এগিয়ে দেন রুডোভিচ (১-০)। যদিও ৫৫ মিনিটে কিমকিমার হেডে সমতা ফিরিয়েছিল রিয়াল কাশ্মীর (১-১)। কিন্তু, এদিন না হারার জন্য ধনুকভাঙা পণ করেছিলেন বোধহয় মহামেডান খেলোয়াড়রা। তাই তো ৬৩ মিনিটে রুডোভিচের নীচু করে বাড়ানো বলে মহামেডানকে আবার এগিয়ে দেন ফাইয়াজ (২-১)। এবং ৮৯ মিনিটে ‘বরফ চিতা’দের’ কফিনে শেষ পেরেক পুঁতে দেন ব্ল্যাক প্যান্থার্স’দের সেই ফাইয়াজ (৩-১)। তবে,রিয়াল কাশ্মীরের প্রতিশ হিরোদকার লাল কার্ড দেখে বিড়ম্বনা না বাড়ালে হয়তো একটা শেষ চেষ্টা করতো। যদিও মহামেডানের চরম আক্রমনাত্বক মনোভাবের সামনে তা কতটা ধোপে টিকতো,সেটাও কল্পনার বিষয়!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct