এহসানুল হক,বসিরহাট,আপনজন: এলাকার শিক্ষার্থী ও বিভিন্ন মানুষদেরকে নিয়ে সাইবার ক্রাইম,বাল্য বিবাহও ইভটিজিং প্রতিরোধে এক জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে মাটিয়া থানার পরিচালনায় খোলাপোতা বাজারে বুধবার বিকেলে। উপস্থিত ছিলেন, বাদুড়িয়া এসডিপিও অভিজিৎ সিংহ মহাপাত্র, বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ,মাটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস ঘোষ, বিশিষ্ট সমাজসেবী সরোজ ব্যানার্জি, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ দপ্তরের ডিরেক্টর এটিএম আব্দুল্লাহ রনি , বিশিষ্ট সমাজসেবী মিহির ঘোষ, খোলাপোতা পঞ্চায়েত প্রধান অপরেশ মুখার্জি সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বিভিন্ন মানুষসহ শিক্ষার্থীদেরকে বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও সাইবার ক্রাইম সহ বিভিন্ন অপরাধ মূলক কাজ প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন তোমাদের প্রত্যেকের ঘর থেকেই এই প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদিন এই অনুষ্ঠানে বেলের ধান্যকুড়িয়া বয়েজ স্কুলের ছাত্ররা বিশেষ নাটকের মধ্য দিয়ে কিভাবে মানুষ প্রতারিত হয় ব্যাংক থেকে দেখানো হয়। পাশাপাশি গানের মধ্য দিয়ে বাল্যবিবাহ রোধ ইভটিজিং এর মত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। মাটিয়া থানার উদ্যোগে বিভিন্ন মানুষদের হাতে লিফলেট বিলি করা হয় এবং মানুষকে সচেতন করা হয় এইরকম জালিয়াতি চক্রের না পড়ার জন্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct