আপনজন ডেস্ক: দেউচা-পাঁচামির কয়লাখনি প্রকল্প নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী চাকরি থেকে শুরু করে ক্ষতিপূরণ সব ব্যাপারে ব্যাপক প্রতিশ্রুতি দিলেও প্রকল্প বাতিলের দাবিতে বিক্ষোভ হয়ে চলেছে। বীরভূমের মহম্মদবাজার থানার বারমেশিয়ার খোলা ময়দানে আদিবাসী সংগঠন ৫০ দিনেরও বেশি দিন ধরে ধর্না চালাচ্ছে বীরভূম জমি জীবন জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভা। এবার তাদের এক প্রতিনিধি দল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করল বুধবার। তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর আধ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক হয়। ওই বৈঠকের পর প্রতিনিধি দলের আহ্বায়ক গণেশ কিস্কু সংবাদ মাধ্যমকে জানান, মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বাস দিয়েছেন, জোর করে যেমন জমি নেওয়া হবে না, তেমনি তৃণমূল কংগ্রেসের কেউ কোনও অত্যাচার করবে না। অঅন্দোলনকারীদের উপর থেকে পুলিশি কেস তুলে নেওয়ারও প্রতিশ্রুতি দেন বলে প্রতিনিধি দলের দাবি। যদিও এর অগে ২১ ফেব্রুয়ারি জানিয়েছিলেন, দেউচা-পাঁচামিতে জোর করে জমি নেওয়া হবে না। তবে এই খনি হলে এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। দে রাজ্য ১০ হাজার কোটি টাকার পুনর্বাসন প্যাকেজও ঘোষণা করে। এমনকী কয়েকজনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে। তবুও বারমেশিয়ায় আন্দোলনকারীরা আন্দোলন চালিয়ে আসছিলেন। অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অনেকটাই জট কাটার সম্ভাবনা। যদিও সংগঠনের তরফে পরবর্তী সিদ্ধান্ত কি জানা জানানো হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct