আপনজন ডেস্ক: রাশিয়ার বিরোধী রাজনীতিবিদ এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক ভ্লাদিমির কারা-মুর্জাকে তাঁর মস্কোর বাড়ির বাইরে থেকে গ্রেপ্তার করা হয়েছে। মুর্জার আইনজীবী ভাদিম প্রোকহোরভ বলেন, মঙ্গলবার রাতে পুলিশ হেফাজতে কাটাতে হয়েছে মুর্জাকে। তাঁর বিরুদ্ধে পুলিশের আদেশ না মানার অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগে তাঁর ১৫ দিনের কারাদণ্ড হতে পারে। আল–জাজিরার খবরে বলা হয়, ভ্লাদিমির কারা-মুর্জাকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে ৪০ বছর বয়সী এই রাজনীতিবিদের বিরুদ্ধে রুশ সেনাদের ইউক্রেন হামলার বিষয়ে সমালোচনার অভিযোগ রয়েছে।ভ্লাদিমির কারা-মুর্জার বিরুদ্ধে দেশটির বিরোধী রাজনীতিবিদদের নিয়ে যুদ্ধবিরোধী কমিটি তৈরির অভিযোগও রয়েছে। মুর্জা দাবি করেন, ২০১৫ ও ২০১৭ সালে দুইবার তাঁকে বিষপ্রয়োগে হত্যার চেষ্টা চালানো হয়েছিল। তবু তিনি দেশ ছেড়ে যাননি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন টুইটারে মুর্জার গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct