সম্প্রীতি মোল্লা,কলকাতা,আপনজন: প্রাণনাশের আশংকায় স্বামীর ভিটে ছাড়তে বাধ্য হয়েছিলেন বছর ৬৩ এর নীলিমা মুখার্জি। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে ঋষি অরবিন্দ রোডের বাড়ি। বাড়ি থেকে ছেলে ও বৌমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বেরিয়ে আসেন। বৃদ্ধার অভিযোগ - গত ২০১৯ এর জানুয়ারি মাস নাগাদ তার স্বামী জয়দেব মুখার্জির মৃত্যু ঘটে। তারপর থেকেই অত্যাচার শুরু করে তার ছেলে ও বউমা’। বৃদ্ধার এক ছেলে ও এক মেয়ে উভয় বিবাহিত। ছেলে চন্দন বিএসএফ এ কর্মরত। বৃদ্ধার অভিযোগ - তাকে খেতে দেওয়া হতো না। রান্না ঘরে ব্যবহার করতে দেওয়া হতো না। ঘটনাক্রমে ২০২১ এর ২৪ এ সেপ্টেম্বর অত্যাচার চরম সীমায় পৌঁছায়। ঘটনার বিবরণ দিয়ে হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে তুলে ধরেন নীলিমা দেব র আইনজীবী সৌগত মিত্র ও রামেশ্বর সিনহা। সমস্ত ঘটনা বিস্তারিত ভাবে শোনার পর বিচারপতি নির্দেশ দেন মধ্যমগ্রামের ওসি নীলিমা দেবী কে বাড়ি ফেরাবেন। যদি ভবিষ্যতে সেই বৃদ্ধার কাছ থেকে আর কোনও অভিযোগ আসে তাহলে সে ক্ষেত্রে ছেলে ও বউমাকে বাড়ি ছাড়া হতে হবে’। এই আদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct