আপনজন ডেস্ক: হাওড়া পুরনিগম এলাকায় নিকাশি নালা সাফ করতে গিয়ে অনেক ক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পুরসভার সাফাই কর্মীদের। কাজে নেমে বেগ পেতে হচ্ছে। দীর্ঘদিন ধরে সাফাই না হওয়ার জন্য এইসব নালা এবং হাইড্রেনে পলি জমে পূর্ণ হয়ে রয়েছে। এখন সেখানে ডিসেলটিং এর কাজে নেমে জল অবস্থায় নিকাশি নালার পাঁক সরাতে বেগ পেতে হচ্ছে। জল অবস্থায় তা রাস্তার ধার থেকে সঙ্গে সঙ্গেই তুলে ফেলা সম্ভব হচ্ছেনা। সেটা শুকিয়ে গেলে কমপক্ষে দু’তিন দিনের মধ্যে রাস্তা পরিষ্কার করে দেওয়া হবে বলে জানা গেছে। এই অবস্থায় সকল হাওড়াবাসীর সহযোগিতা চেয়েছেন পুরনিগম কর্তৃপক্ষ। তাঁদের দাবি সহযোগিতা পেলে মানুষের অনেক বেশি কষ্ট কমবে। এই ব্যাপারে হাওড়া পুর প্রশাসকমন্ডলীর উপপ্রধান সৈকত চৌধুরী জানিয়েছেন, মঙ্গলবার হাওড়া পুরনিগমের ড্রেনেজ এবং কনজারভেন্সি দপ্তরের তরফ থেকে উত্তর হাওড়ার ৩, ৪, ৫, ৬, ৮, ১১ নম্বর ওয়ার্ড পরিদর্শন করা হয়। সেখানে কিভাবে কিভাবে কাজ হচ্ছে সেই কাজগুলো দেখা হয়। এলাকায় এমন কিছু কিছু জায়গা দিয়ে নিকাশি নালা গেছে যেটা অত্যন্ত সরু। সেখানে পরিষ্কার করার সমস্যা হচ্ছে। তার মধ্যেও সেই জায়গাগুলো পরিষ্কার করা হচ্ছে। সেখান থেকে যে ময়লা বেরচ্ছে সেগুলি রাখার ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। হাওড়াবাসীর কাছে তাঁর অনুরোধ জল অবস্থায় নিকাশী নালার পাঁক সরানো সম্ভব নয়। সেটা শুকিয়ে গেলে তিন দিনের মধ্যে রাস্তা পরিষ্কার করে দেওয়া হবে। হাওড়াবাসীর সহযোগিতা পেলে মানুষের অনেক কষ্ট কমবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct