নাজিম আক্তার,হরিশ্চন্দ্রপুর,আপনজন: হরিশ্চন্দ্রপুর বিধান সভার কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মোস্তাক আলমের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে মঙ্গলবার ধর্নায় বসলেন তৃনমূল কংগ্রেসের নেতা,কর্মী ও সমর্থকেরা। এদিন তারা হরিশ্চন্দ্রপুর শহীদ মোড়ে ধর্না মঞ্চ করে একাধিক অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দেন।তৃণমূলের সরাসরি অভিযোগ, তিনি বেআইনিভাবে জনগণের টাকা লুঠ করে ১০০ কোটি টাকার সম্পত্তি করেছেন। সরকারি খাস জমিতে প্রাসাদ তুল্য বাড়ি বানিয়েছেন। বিধায়কের তহবিল থেকে নিজের স্ত্রীর নামে স্কুল তৈরি করেছেন।তিনি রাজনীতি ছাড়া কোনো কাজ করেন না। তাঁর স্ত্রী একজন আইসিডিএসের সুপারভাইজার।সেই রোজগারে এত টাকা,এত সম্পত্তি কোথা থেকে আসে? তাছাড়া হরিশ্চন্দ্রপুর ছাড়াও মালদা ও কলকাতায় ফ্ল্যাট কিনেছেন। তার নামে বিঘার পর বিঘা জমি ও বাগান রয়েছে।কি করে হল এত সম্পত্তি,তা প্রশ্ন তুলে তদন্তের দাবিতে জেলা প্রশাসনকে অভিযোগ জানিয়েছেন তারা। সরকারি খাস জমিতে কীভাবে বাড়ি তৈরি করলেন সেই বিষয়ে বিএলআরওকেও অভিযোগ জানিয়েছেন বলে খবর। তবে মোস্তাক আলম যাবতীয় অভিযোগ অস্বীকার করে বলেন’যেহেতু ওই তৃণমূল নেতাদের দুর্নীতির বিরুদ্ধে তিনি সরব হয়েছেন।হাইকোর্টে মামলা করেছেন।সে কারণেই ওরা নিজেদের দোষ ঢাকতে এই সব অপ্রচার চালাচ্ছেন।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct