সম্প্রীতি মোল্লা,কলকাতা,আপনজন: এসএসসির নিয়োগ মামলায় ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চে স্থগিতাদেশ জারি করা হয়েছে। আজ অর্থাৎ বুধবার সকাল সাড়ে দশটায় শুনানি রয়েছে। তার আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এসএসসি-র গ্রুপ ডি এবং নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় এ বার রাজ্যের তত্কালীন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের কাছে হাজির হওয়ার নির্দেশ দেয়। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে তাঁকে নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে হাজির হতে হবে বলে ওই নির্দেশে রয়েছে। এর পাশাপাশি হাইকোর্ট জানিয়েছে , - ‘ ভর্তি হওয়া যাবে না এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে। সিবিআই প্রয়োজন মনে করলে তাঁকে গ্রেফতারও করতে পারে’।সূত্রে প্রকাশ , হাইকোর্টে যখন এই মামলার শুনানি চলছিল তখন তৃণমূলের মহাসচিব পার্থ ছিলেন তৃণমূলের পার্টি অফিসে। আসানসোল ও বালিগঞ্জে উপনির্বাচন উপলক্ষে তৃণমূলের কন্ট্রোল রুমের দায়িত্বে ছিলেন সুব্রত বক্সী ও চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গেই ছিলেন পার্থ চট্টপাধ্যায় ।এরপর , সিঙ্গেল বেঞ্চের সিদ্ধান্তের স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হয়।সেখানে ডিভিশন বেঞ্চে সিবিআই জেরা করার নির্দেশিকায় স্থগিতাদেশ জারি করে থাকে। আজ অর্থাৎ বুধবার সকাল সাড়ে দশটায় শুনানি রয়েছে ডিভিশন বেঞ্চে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct