আপনজন ডেস্ক: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির চেয়ারম্যান এম জগদীশ কুমার জানিয়েছেন, ২০২২-২৩ বর্ষ থেকে ডিপ্লোমা, স্নাতক কিংবা স্নাতকোত্তরে দুটি কোর্স একই সঙ্গে করা যাবে। তবে, তার মধ্যে একটি অফলাইন ও একটি অনলাইন বা উভয় কোর্স অনলাইনে করা যাবে। জগদীশ কুমার জানিয়েছেন, জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই নয়া নিয়ম তুলে ধরা হয়েছে। মঙ্গলবারই ইউজিসির পক্ষ থেকে এই নয়া পদক্ষেপের কথা জানানো হয়েছে। নয়া এই সিদ্ধান্তের ফলে এবার থেকে কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকা পড়ুয়া চাইলে একই সময়কালে ভিন্ন দুটি বিষয়ের ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পড়তে পারেন। এম জগদেশ কুমার জানান, ‘এখন যদি পড়ুয়ারা চান যে তাঁরা একইসঙ্গে দুটি স্ট্রিমে পড়াশোনা করবেন, তাহলে তাঁরা তা করতে পারেন। সবটাই তাঁদের ইচ্ছার ওপর নির্ভর করছে।’
সেই সঙ্গেই তিনি বলেছেন, তবে এই পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে রয়েছে কিছু শর্ত। প্রথমত, একটি ফিজিক্যাল কোর্স হলে অপর কোর্সটি করতে হবে অনলাইনে। দ্বিতীয়ত, দুটি কোর্স করতে হবে দুটি ভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তৃতীয়ত, দুটি কোর্সই যদি অনলাইনে হয়, সেক্ষেত্রে একসঙ্গে পড়ার ক্ষেত্রে কোনও অসুবিধা নেই। দুই কোর্স চালানোর ক্ষেত্রে পড়ুয়াদের উপস্থিতি কীভাবে গ্রাহ্য হবে তা ঠিক করবে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়। দুটি কোর্স একসঙ্গে করতে চাইলে তা দুটি ভিন্ন বিশ্ববিদ্যালয়ে করতে হবে। জগদীশ কুমার আরও বলেন, একজন শিক্ষার্থী যদি চায় তবে একসাথে একটি বিকম ও একটি গণিত ডিগ্রী অর্জন করতে সক্ষম হবে। অবশ্য তা পড়ার যোগ্যতা অর্জন করতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct