আপনজন ডেস্ক: ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসনের ছয় সপ্তাহে প্রায় ৫০ লাখ ইউক্রেনীয় শিশু গৃহহারা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। ইউক্রেনে ঘরহারা শিশুর সংখ্যা প্রায় দুই তৃতীয়াংশ বলে গতকাল সোমবার জানিয়েছে ইউনিসেফ। এই সামরিক আগ্রাসনে ১৪২টি শিশুকে হত্যার তথ্য যাচাই করেছে জাতিসংঘ। তবে দেশটিতে শিশু নিহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জাতিসংঘের ইউনিসেফের জরুরি কার্যক্রমের পরিচালক ম্যানুয়েল ফন্টেইন বলেন, ‘ইউক্রেনের ৭৫ লাখ শিশুর মধ্যে ৪৮ লাখই গৃহহীন হয়ে পড়েছে। ৩২ লাখের মতো শিশু তাদের বাড়িতে থাকলেও এদের প্রায় অর্ধেক খাদ্য সংকটে রয়েছে তারা। ৩১ বছরের কর্মজীবনে আমি এত অল্প সময়ে এমন বিপর্যয় দেখিনি।’ইউনিসেফের জরুরি কার্যক্রম পরিচালক ম্যানুয়েল ফন্টেইন সম্প্রতি ইউক্রেন থেকে ফিরেছেন। তিনি বলেন, ‘মারিউপোল ও খেরসনের মতো শহরগুলোতে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। এসব জায়গায় জল সরবরাহ ও পয়নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। খাদ্য এবং ওষুধ সরবরাহও ব্যাহত হচ্ছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct