নিজস্ব প্রতিবেদক,হাওড়া,আপনজন: সেন্ট্রাল অ্যাক্ট বা কেন্দ্রীয় আইন অবিলম্বে চালু করতে হবে। যাতে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত থাকে। হাওড়ায় চিকিৎসক নিগ্রহ-কান্ডে কেন্দ্রের কাছে ফের এই দাবি তুললেন ডাঃ শান্তনু সেন। সেন্ট্রাল অ্যাক্ট বা কেন্দ্রীয় আইন অবিলম্বে চালু করতে হবে। যাতে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত থাকে। হাওড়ায় চিকিৎসক নিগ্রহ-কান্ডে কেন্দ্রের কাছে ফের এই দাবি তুললেন শান্তনু সেন। হাওড়া জেলা হাসপাতালে রোগী মৃত্যু নিয়ে কর্তব্যরত দুই চিকিৎসককে নিগ্রহের ঘটনা নিয়ে এদিন সরব হন বিশিষ্ট চিকিৎসক তথা সাংসদ এবং আইএমএ-র প্রাক্তন সভাপতি ডাঃ শান্তনু সেন। সোমবার হাওড়ায় এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, চিকিৎসকেরা অত্যন্ত সহমর্মিতার সঙ্গেই প্রত্যেক রোগীর সেবা করেন। চিকিৎসা দেন। কোনও চিকিৎসকই একজন রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দেননা। এই ঘটনায় কার্তিক দে যিনি একজন ক্রনিক কিডনির রোগী, তাঁর ডায়ালাইসিস চলছিল দীর্ঘদিন ধরে। তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন চিকিৎসকেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct