মোল্লা মুয়াজ ইসলাম,বর্ধমান,আপনজন: পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১নং ব্লকের জাহান্নগর অঞ্চলের মাগনপুর গ্রামে অবস্থিত প্রায় ৬০০ বছরের পুরোনো মসজিদ। জানা যায়, এক সুফি আউলিয়া এই মসজিদ স্থাপন করেন। বহু প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য জড়িয়ে রয়েছে এই মসজিদের সঙ্গে। বিখ্যাত এই সুফি সাধকের নাম জাহান। তাঁর নাম অনুযায়ী এই অঞ্চলের নাম হয়েছে জাহান্নগর। উল্লেখ্য, এই ঐতিহ্যবাহী মসজিদটি রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘ সময় অবহেলিত ছিল। মসজিদের গায়ে অলংকরণও নষ্ট হতে বসেছে। চারিদিকের দেওয়াল খসে পড়ছিল। এলাকাবাসীরা মসজিদ সংস্কারের ব্যাপারে বারবার আবেদন জানিয়েছিল বলে জানা যায়।
অনেকটা সময় পেরিয়ে গেলেও অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ উদ্যোগী হলেন মসজিদ সংস্কারের। মাগনপুর গ্রামের সুপ্রাচীন মসজিদটির ইতিহাস ও ঐতিহ্য বাঁচাতে তিনি পরিদর্শন করেন। তারপর শুরু হয় সংস্কারের কাজ। মন্ত্রীর এই উদ্যোগে স্বাভাবিকভাবে খুশি এলাকার মানুষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct