আপনজন ডেস্ক: ফ্রান্সে রবিবার প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং কট্টর ডানপন্থী নেতা মেরিন লো পেনের মধ্যে পাঁচ বছর আগের তুলনায় এবার অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে অস্বাভাবিক প্রচারণার পর ফ্রান্সের মূল ভূখন্ডে গ্রিনিজ মান সময় ০৬০০টায় ভোট গ্রহণ শুরু হয়। বিশ্লেষকরা ধারণা করছেন, ভোটের ফলাফল অপ্রত্যাশিত হতে পারে। সময়ের ব্যবধানের কারণে কানাডার উপকূলে সেন্ট পিয়ের ও মিকলন দ্বীপ, ক্যারিবিয়ান ভূখ- এবং প্রশান্ত মহাসাগরীয় ফরাসি দ্বীপগুলিতে ইতিমধ্যে শনিবার ভোট গ্রহণ করা হয়েছে। সমীক্ষার ভিত্তিতে ধারণা করা হচ্ছে যে, ম্যাক্রোঁ প্রথম রাউন্ডে লো পেনের চেয়ে এগিয়ে যাবেন। সবচেয়ে বেশি ভোটপ্রাপ্ত ২ প্রার্থীর মধ্যে ২৪ এপ্রিল দ্বিতীয় রাউন্ডের ভোটে চূড়ান্ত বিজয় নির্ধারিত হবে। বামপন্থী প্রার্থী জাঁন-লুক মেলেনচন তৃতীয় স্থানে রয়েছেন তবে এখনও তিনি দ্বিতীয় রাউন্ডে পৌঁছানোর সম্ভাবনা কল্পনা করছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct