আপনজন ডেস্ক: পাকিস্তানের জাতীয় পরিষদে সোমবার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করতে অধিবেশন বসবে। দেশটির স্থানীয় সময় দুপুর দুইটায় এই অধিবেশন শুরু হবে বলে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। ইমরান খানের পতনের পর দেশটির নতুন নতুন প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে শামিল হয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান ও সদ্য বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। অন্যদিকে বিরোধীদের পক্ষে লড়ছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, রবিবার দুপুরে কোরেশি ও শাহবাজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে সকালে পিটিআইয়ের রাজনীতিক কানওয়াল শাওজাব ও জেরিন কোরেশি পার্লামেন্টে গিয়ে মাহমুদ কোরেশির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। গতকাল মধ্যরাতে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। পাকিস্তানের ইতিহাসে তিনি প্রথম প্রধানমন্ত্রী যিনি অনাস্থা প্রস্তাবের ভোটে গদি হারান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct