সাড়াজাগানো হ্যারি পটার, ডক্টর হু, কিংবা গেম অব থ্রোন্স- এই চলচ্চিত্র এবং ধারাবাহিকগুলো যারাই দেখেছেন, তারা অনেকেই একটি দৃশ্যের সাথে মোটামুটি পরিচিত। বিশাল বিশাল লাইব্রেরিতে হাজার হাজার বই, কিন্তু সবগুলোই লোহার শিকল দিয়ে শেলফের সাথে বাঁধা। সিনেমা কিংবা ধারাবাহিকের জগতগুলো তো কাল্পনিক। কিন্তু বাস্তবে সত্যি সত্যিই মধ্যযুগের ইউরোপে এমন কিছু লাইব্রেরির অস্তিত্ব ছিল, যার মধ্যে কয়েকটি এখনো টিকে আছে প্রায় অক্ষতভাবে। লিখেছেন ফৈয়াজ আহমেদ....
আজকের আধুনিক যুগে দাঁড়িয়ে কাগজশিল্প এবং ছাপাখানার এত উন্নতির ফলে বর্তমানে যেকোনো বই অনেকটাই সহজলভ্য । কিন্তু মধ্যযুগে বই মোটেও সহজলভ্য ছিল না। প্রথম দিকে তো কাগজের ব্যবহারও ছিল না, বই লেখা হতো প্যাপিরাসসহ অন্যান্য চর্মজাতীয় জিনিষের উপর। কিন্তু কাগজ সহজলভ্য হওয়ার পরেও পঞ্চদশ শতকে মুদ্রণযন্ত্র আবিষ্কারের আগে পর্যন্ত প্রতিটি বই হাতে লিখতে বা কপি করতে ব্যয় হতো হাজার হাজার ঘণ্টা। ফলে আক্ষরিক অর্থেই বই ছিল সে সময় অমূল্য। লিপিকাররা সে সময় প্রতিটি বই অত্যন্ত যত্ন নিয়ে তৈরি করতো। মূল্যবান বিষয়বস্তুর বইগুলোর প্রথম কয়েকটি পৃষ্ঠায় তো বটেই, ভেতরের প্রতিটি অধ্যায়ের প্রথম পৃষ্ঠাগুলোতেও তারা রঙিন কালি দিয়ে জটিল নকশা করতো। সাথে থাকত প্রয়োজন অনুযায়ী হাতে তৈরি মানচিত্র, নকশা, অলঙ্করণ প্রভৃতি। বই লেখা সম্পন্ন হলে তা বাঁধাই করা হতো চামড়া দিয়ে। সেই চামড়াকে মজবুত করতে ব্যবহৃত হতো পিতলের পাত। কখনো কখনো স্বর্ণের কারুকাজও করা হতো বইয়ে। কাজেই স্বাভাবিকভাবেই এসব মহামূল্যবান বই সংরক্ষণ করা ছিল খুবই জরুরি।
মধ্যযুগের শেষের দিকে যখন গ্রন্থাগারগুলো জনসাধারণের ব্যবহারের জন্যও উন্মুক্ত করা হতে থাকে, তখন এই মূল্যবান বইগুলোকে চুরি হওয়ার হাত থেকে রক্ষা করা একটি চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়ায়। সে সময়ই আসে এই শেকলে বাঁধা বইয়ের ধারণা। সব লাইব্রেরিতে অবশ্য বই শিকল দিয়ে বাঁধা থাকতো না এবং একটি লাইব্রেরির সবগুলো বইও বাঁধা থাকতো না। কারণ প্রতিটি বইয়ের জন্য আলাদা আলাদা শেকলের ব্যবস্থা করাও ছিল যথেষ্ট ব্যয়বহুল এবং ঝামেলাপূর্ণ। ফলে, যেসব বই বেশি মূল্যবান এবং যেগুলো চুরি হওয়ার সম্ভাবনা থাকতো, কেবলমাত্র সেগুলোই শেকলে বাঁধা থাকতো। পাশাপাশি অবস্থিত প্রতিটি বইয়ের গায়ে আলাদা আলাদা শিকল লাগানো থাকত। শিকলগুলোর দৈর্ঘ্য এমন হতো, যেন সেগুলো শেলফ থেকে নামিয়ে কয়েক পা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়া যায়। এর বেশি লম্বা হতো না, কারণ সেক্ষেত্রে পাঠকরা দূরে গিয়ে বসে আরাম করে পড়তে গেলে শিকলগুলো পরস্পরের সাথে পেঁচিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কেবলমাত্র প্রধান লাইব্রেরিয়ানই পারতেন চাবি দিয়ে শিকল খুলে কোনো বই তার নির্ধারিত স্থান থেকে বের করতে।
বর্তমানে যেকোনো লাইব্রেরিতে বই সাজিয়ে রাখার নিয়ম হচ্ছে বইগুলোকে খাড়া করে তাদের শিরদাঁড়া বা স্পাইনগুলোকে পাঠকদের দিকে ফিরিয়ে রাখা, যেন সেখানে মুদ্রিত নাম দেখেই প্রতিটি বই চেনা যায়। কিন্তু শৃঙ্খলিত বইগুলোর ক্ষেত্রে ব্যাপারটি ছিল সম্পূর্ণ বিপরীত। সেখানে প্রতিটি বইয়ের স্পাইন রাখা থাকতো বুক শেলফের ভেতরের দিকে, আর পাঠকদের দিকে থাকতো বইগুলোর বাঁধাইবিহীন প্রান্তগুলো। তখন স্পাইনের উপর বইয়ের নাম লেখা হতো না, লেখা হতো বাঁধাইবিহীন প্রান্তের উপর। এর একটা যুক্তিযুক্ত কারণও ছিল। শৃঙ্খলিত বইয়ের শিকলগুলো তাদের স্পাইনের সাথে লাগানো থাকতো না, বরং লাগানো থাকত বইয়ের যেকোনো একপাশের মলাটের সাথে সংযুক্ত ধাতব পাতের সাথে। কারণ স্পাইনের সাথে লাগানো থাকলে প্রতিবার বই বের করার সময় মলাটের উপর পড়া অতিরিক্ত টানের ফলে বইগুলো দুর্বল হয়ে যাওয়ার বা মলাট ছিঁড়ে যাওয়ার সম্ভবনা ছিল। একই কারণে বইগুলো বের করার সুবিধার জন্য স্পাইনগুলোকে পেছনে রেখে অপরপ্রান্ত পাঠকের দিকে রাখা হতো। বইগুলোকে শেকলে বেঁধে রাখার পদ্ধতিটি একটু জটিল ছিল। বুক শেলফের প্রতিটি সারির একপ্রান্ত থেকে অপরপ্রান্ত পর্যন্ত একটি করে ধাতব রড সংযুক্ত থাকতো। এই রডটির মধ্যেই প্রবেশ করানো থাকতো প্রতিটি বইয়ের সাথে লাগানো শেকলের অপর প্রান্ত। রডটি একটি তালা এবং চাবি দিয়ে নির্দিষ্ট স্থানে আটকানো থাকতো। কোনো বই লাইব্রেরির বাইরে নিতে হলে চাবি দিয়ে সেই তালা খুলে রড থেকে এক এক করে প্রতিটি বইয়ের শিকল মুক্ত করতে হতো, যতক্ষণ পর্যন্ত না কাঙ্ক্ষিত বইটি মুক্ত হতো।
শৃঙ্খলিত লাইব্রেরির এ সংস্কৃতি চালু ছিল প্রায় অষ্টাদশ শতাব্দী পর্যন্ত। কিন্তু ধীরে ধীরে বই সহজলভ্য হয়ে উঠতে থাকায় এবং বই ছাপার খরচ কমতে থাকায় এর প্রয়োজনীয়তা উঠে যায়। তারপরেও অনেক পুরনো লাইব্রেরিতে এখনও শিকলবিশিষ্ট বইয়ের দেখা পাওয়া যায়। ইউরোপ জুড়ে এরকম বেশ কিছু লাইব্রেরি আছে, যাদের মধ্যে কয়েকটি লাইব্রেরিতে বইগুলো তাদের সেই যুগের আসল শিকল এবং বুক শেলফসহ প্রায় সম্পূর্ণ অপরিবর্তিত অবস্থায় সংরক্ষিত আছে। বর্তমানে অক্ষত অবস্থায় টিকে থাকা সর্ববৃহৎ শৃঙ্খলিত লাইব্রেরি হচ্ছে ইংল্যান্ডের হিয়ারফোর্ড শহরের হিয়ারফোর্ড চার্চের অভ্যন্তরে অবস্থিত হিয়ারফোর্ড ক্যাথেড্রাল লাইব্রেরি। চার্চটি প্রতিষ্ঠিত হয়েছিল একাদশ বা দ্বাদশ শতকের দিকে। সে সময় থেকেই চার্চটির সংগ্রহে অনেক বই ছিল। কিন্তু সেগুলো ছিল অগোছালো। পরবর্তীতে ১৬১১ সালে বইগুলোকে একত্র করে লাইব্রেরিটি প্রতিষ্ঠা করা হয় এবং বইগুলোকে হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য শিকল দিয়ে বাঁধা হয়। চারশো বছর আগে প্রতিষ্ঠিত এই লাইব্রেরিটিতে এখনও প্রায় ১,৫০০টি বই এবং প্রাচীন পাণ্ডুলিপি আছে, যার প্রতিটি শিকলে বাঁধা। বইগুলোর সাথে থাকা শিকল, রড, তালা এবং চাবিসহ লাইব্রেরির সকল আসবাবপত্র সে সময়ের। এর অধিকাংশ বই পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দীর সময়ের হলেও এতে ত্রয়োদশ শতাব্দীর পূর্বের বই এবং পাণ্ডুলিপিও আছে। এর সংগ্রহে থাকা সবচেয়ে পুরাতন বইটি ৭৮০ সালের।
আরেকটি বিখ্যাত শৃঙ্খলিত লাইব্রেরি হলো নেদারল্যান্ডসের লিব্রিজে চেইনড লাইব্রেরি। এটি দেশটির গেল্ডারল্যান্ড প্রদেশের জুটফেন শহরের সেইন্ট ওয়ালবার্জিস চার্চে অবস্থিত। চার্চটি একাদশ শতকে প্রতিষ্ঠিত হলেও এর অভ্যন্তরে অবস্থিত লাইব্রেরিটি প্রতিষ্ঠিত হয়েছিল ষোড়শ শতকে। চার্চটির অভ্যন্তরের আসবাবপত্র এবং লাইব্রেরিটি এখনও প্রায় আগের মতোই অপরিবর্তিত অবস্থায় আছে। লাইব্রেরির পুরাতন বইগুলো এখনও শিকল দিয়ে আটকানো আছে। তবে হিয়ারফোর্ড বা অন্যান্য লাইব্রেরির মতো বুক শেলফে না, বরং এখানে বইগুলো বাঁধা আছে সারি সারি টেবিলের সাথে। এছাড়াও পঞ্চদশ শতকে প্রতিষ্ঠিত ইতালির বিবলিওটেকা ম্যালাটেসটিয়ানা লাইব্রেরিটিও এরকমই আরেকটি শৃঙ্খলিত লাইব্রেরি। শেকলে বাঁধা বইয়ের এই লাইব্রেরিগুলো মানবসভ্যতার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই প্রায়োগিক ব্যবহার না থাকলেও এগুলোর অনেকগুলোকেই নতুন করে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। উদাহরণস্বরূপ, নেদারল্যান্ডসের লিব্রিজে চেইনড লাইব্রেরিটিকে বর্তমানে রূপ দেওয়া হয়েছে জাদুঘরে। বর্তমান সময়ে যেখানে আমরা কয়েক ক্লিকেই বই ডাউনলোড করে ফেলতে পারছি, বা প্রি-অর্ডার করার মাধ্যমে কোনো বই প্রকাশিত হওয়ার সাথে সাথেই ঘরে বসেই তা পেয়ে যাচ্ছি, তখন আমাদের কাছে হয়ত শৃঙ্খলিত বইয়ের ধারণাটি অদ্ভুত মনে হতে পারে। কিন্তু সে সময়ের বাস্তবতায় এটিই ছিল মূল্যবান বইকে চুরি কিংবা নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করার গ্রহণযোগ্য একটি পদ্ধতি। অন্তত লাইব্রেরির ভেতরে খাঁচায় বন্দী অবস্থায় বই পড়ার পদ্ধতির সাথে তুলনা করলে এটি খুব বেশি অস্বাভাবিক পদ্ধতি ছিল না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct