মঞ্জুর মোল্লা,নদিয়া,আপনজন: নদিয়া জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়া থানার বেশকিছু গ্রামের পেঁয়াজ চাষিরা প্রতিবছর পেঁয়াজ চাষ করেন। শুধু চাপড়া ব্লক নয় নদীয়া জেলার করিমপুর, নাজিরপুর, সহ বিভিন্ন ব্লকে প্রচুর পরিমাণে পেঁয়াজ চাষ হয়। বর্তমান সার, কীটনাশক ও বীজ যে পরিমাণের খরচা তাতে পেঁয়াজ চাষ করে খরচ উঠছে না। নদীয়া জেলার পেঁয়াজ বিভিন্ন গ্রামের চাষিরা।এবছরও তারা লাভের মুখ দেখে কিন্তু পেঁয়াজ চাষ করেছিলেন কিন্তু পেঁয়াজের বর্তমান মূল্য এখন ৫ থেকে ৭ টাকা । এলাকার বেশিরভাগ চাষী নিম্নশ্রেণির নুন আনতে পান্তা ফুরায় অভাবের সংসার। পেঁয়াজের দাম কম থাকায় মাথায় হাত চাষিদের ব্যাপক ক্ষতিগ্রস্ত মধ্যে অধিকাংশ চাষী। চাপড়া থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হৃদয়পুর, ব্রহ্মনগর, বেদবেরিয়া সহ বিভিন্ন গ্রামে প্রচুর পরিমাণে পেঁয়াজ চাষ হয়। হাঁটরা এলাকার এক কৃষক আমির মন্ডল জানান, প্রতিবছর কম বেশি পেঁয়াজ চাষ করে থাকি। এবছরও আছে পিয়াজ চাষ করেছিলাম কিন্তু পেঁয়াজের দাম কম থাকায় এবার আমি খুব ক্ষতিগ্রস্ত মধ্যে,সংসারের একমাত্র ভরসা পেঁয়াজ চাষ ।
তিনি বলেন, সার, বিষ, কীটনাশক এর যেভাবে দাম বৃদ্ধি পেয়েছে তাতে পরের বছর থেকে পেঁয়াজ চাষ করতে পারব না। ব্রহ্মনগর গ্রামের পেঁয়াজ চাষী আব্দুল হালিম নামের এক পেঁয়াজ চাষী জানান পেঁয়াজের এত কম দাম থাকায় এ বছর প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা লোকসান হবে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।পেঁয়াজের দাম কম থাকায় এ’বছর অধিকাংশ চাষী পেঁয়াজ সংরক্ষণ করে রাখছে। যেভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি হচ্ছে তাতে চাষ করতে গিয়ে দুশ্চিন্তায় চাষিরা সেই সঙ্গে প্রতিনিয়ত পাল্লা দিয়ে বাড়ছে ডিজেল পেট্রোল রাসায়নিক সহ বিভিন্ন জিনিসের। আগামী দিন চাষিরা পেঁয়াজ চাষের কথা ভুলে যাবে এ বছরে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে আগামী দিন পেঁয়াজ চাষের কথা কেউ মুখে আনবে না।বর্তমান বিঘা প্রতি জমিতে পেঁয়াজ চাষ করেতে খরচ ২০ হাজার টাকা খরচ হয়।এবছরে ব্যাংকে থেকে ঋণ নিয়ে পেঁয়াজ চাষ করছি কিন্তু কি ভাবে পেঁয়াজ চাষ করে ব্যাংকের ঋণ কি ভাবে শোধ করবো দুশ্চিন্তা দিন কাঠছে পেঁয়াজ চাষীদের। গত বছর পেঁয়াজ চাষ করে লাভবান হচ্ছে অনেক চাষী এবছরে প্রচুর পরিমাণে পেঁয়াজ চাষ করছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার হাটখোলা,তেহহট, করিমপুর,সহ বিভিন্ন ব্লকে প্রচুর পরিমাণে পেঁয়াজ চাষ করে করছে।এক পেঁয়াজ চাষ জিয়ার দফতরি জানান, আমার এবছরে পেঁয়াজ করে যে পরিমাণ ক্ষতি হয়েছে তাতে আমার আগামী দিন পেঁয়াজ চাষের কথা ভুলে যাব।যদি সরকার আমাদের পেঁয়াজ চাষিদের সাহায্য করত তাহলে আমার কিছু ক্ষতির হাত থেকে রেহাই পাব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct