মহামেডান -১ পাঞ্জাব এফ সি-৩
(নিকোলা ৩৩ মিঃ) (কুর্তিস ১০ ও ৩৭ মিঃ, নঙরাম ৮২ মিঃ)
মোস্তাফিজুর রহমান নৈহাটি,আপনজন: এ যেন এক ঢিলে দুই পাখি দুই পাখি মারলো রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি। রবিবার নৈহাটি স্টেডিয়ামে মহামেডানকে হারানোর পাশাপাশি অদৃশ্য ভাবে যেন গোকু্লামকেও যেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো তারা। কেননা, গত ম্যাচে প্রতিপক্ষকে কচুকাটা করে লিগ টেবিলে একে উঠে এসেছিল গোকুলাম। তাই লড়াইয়ে টিকে থাকতে গেলে মহামেডানকে হারাতেই হতো কুর্তিসদের।আর সেই কাজটাই সুচারুভাবে করলো পাঞ্জাব এফসি। এদিন নৈহাটি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে মহামেডান স্পোর্টিং। ম্যাচের ১০ মিনিটে কুর্তিস গোল করে এগিয়ে দেন পাঞ্জাব এফসি’কে (১-০)। ৩৩ মিনিটে নিকোলা ব্যবধান কমান (১-১)। কিন্তু, মিনিট চারেক পরেই আবার পিছোয় চের্নিশভ বাহিনী।ফের গোল করে যান সেই কুর্তিস (২-১)। দ্বিতীয়ার্ধের ৮২ মিনিটে মহামেডানের কফিনে শেষ পেরেক পোঁতেন নঙরাম (৩-১)। ফলে আই লিগের লড়াই এখন ত্রিমুখী। দেখা যাক শেষ পর্যন্ত কার হাতে ওঠে ট্রফি।তবে, আজকের পরে অনেকটাই অ্যাডভান্টেজ গোকুলাম কেরালা এফসি!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct