সজিবুল ইসলাম,ডোমকল,আপনজন: চৈত্র মাসের শুরুতেই চাষীর ঘরে উঠে গম।গম কাটার পরে শুরু হয় সোনালী ফসল অর্থাৎ পাট চাষ।আর এই পাট চাষ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে চাষীদের। চাষের জন্য ট্রাক্টর চাষ খরচ বেড়েছে।বর্তমানে টানা ফালে একবিঘা জমি চাষ করতে নিচ্ছে ২৫০ টাকা।যেটা আগে নিত ২০০ টাকা।শুধু চাষ খরচ নয় সারের দাম বৃদ্ধির ফলে আরো বেশি নাজেহাল হয়ে পড়েছে।এদিন এক পাট চাষী সামীরুল ইসলাম বলেন যে পাট চাষ শুরুতে যে সারের দাম ছিল ৩৫০ সেটা বেড়ে হয়েছে ৪১০ থেকে ৪৩০ পর্যন্ত,আবার দশ ছাব্বিশ সারের দাম ছিল ১৫০০ শো সেটা বেড়ে প্রায় ১৯০০ টাকা হয়েছে।আবার পাটের বীজের দাম গত বারের তুলনায় অনেক বেশি। সরকারি ভূর্তুকি যুক্ত এক কিলো পাটের বীজের দাম এবছর ১২৫ টাকা করে নিচ্ছে। তিনি আরো বলেন অথচ ফসলের দাম তেমন ভাবে আমার পাইনা। চাষীদের আবেদন যে সরকারি ভাবে সেচ ও সারের উপর ভূতুকি দিলে কিছুটা হলেও লাভ হবে বলে মনে করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct