রাকিবুল ইসলাম,নওদা,আপনজন: মুর্শিদাবাদের নওদার ব্লক স্বাস্থ্য আধিকারিক মুকেশ সিং-এর বদলি হওয়ার উপলক্ষ্যে শনিবার ফেয়ারওয়েল অনুষ্ঠানের আয়োজন করা হয় আমতলা গ্রামীন হাসপাতালে। উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও হাসপাতালের কর্মীরা। অনুষ্ঠান শেষে রান্না করে খাওয়া দাওয়ার আয়োজনও করা হয়। রোগীর আত্মীয়দের অভিযোগ রান্নার আয়োজন করায় হাসপাতালের ইমারজেন্সিতে কোনো চিকিৎসক ছিলেন না বলে অভিযোগ উঠল। রীতিমতো ক্যাটারার দিয়ে রান্না বান্না করিয়ে চেয়ার টেবিল পেতে চলছে জমিয়ে খাওয়া দাওয়া।এক হাসপাতাল কর্মী বলেন, ব্লক স্বাস্থ্য আধিকারিকের বদলি উপলক্ষ্যে হাসপাতালের দোতালায় রান্না ও খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে।
তবে এইভাবে ইমারজেন্সির চিকিৎসা পরিষেবা বন্ধ রেখে হাসপাতালের মধ্যেই রান্নার আয়োজন করায় ক্ষুব্ধ রোগী ও রোগীর আত্মীয়রা। হাসপাতালকে রান্নার জন্য ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার মানুষেরা। এলাকাবাসী নাসিরুদ্দিন মন্ডল বলেন, এইভাবে হাসপাতালকে রান্না ও খাওয়া দাওয়ার জায়গা হিসেবে ব্যবহার করা উচিত হয়নি৷ অনুষ্ঠান উপলক্ষ্যে এমারজেন্সিতে কোনো চিকিৎসক নার্স কেউ ছিলেন না। রোগী ও রোগীর আত্মীয়দের হয়রানির শিকার হতে হয়েছে। যদিও এই বিষয়ে নওদার বিদায়ী ব্লক স্বাস্থ্য আধিকারিক মুকেশ সিং বলেন, হাসপাতালের কর্মীদের নিয়ে ছোট্ট করে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল৷ চিকিৎসা পরিষেবা কোনোভাবেই বন্ধ রাখা হয়নি। তবে এই কারণেই কোনো সমস্যা হলে বিষয়টি খতিয়ে দেখছি বলে জানান তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct