আপনজন ডেস্ক: পাকিস্তানে আজ শনিবার প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবার কথা। পার্লামেন্টে বিরোধীদের আনা এক অনাস্থা প্রস্তাবে ভোট হওয়ার কথা রয়েছে আজ, কিন্তু সকালে জাতীয় পরিষদের অধিবেশন শুরু হলেও বারবার তা মুলতুবি হয়ে যাওয়ায় ভোটাভুটি এখনও অনুষ্ঠিত হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত, দেশটির স্থানীয় সময় সাড়ে ৯ টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। পাকিস্তানের স্থানীয় সময় সকাল সাড়ে দশটা নাগাদ জাতীয় পরিষদের অধিবেশন শুরু হয়। কিন্তু অনাস্থা ভোটের আগে ইমরান খানের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংসদের ভেতর তুমল হট্টগোল আর ক্রুদ্ধ বাকবিতণ্ডা শুরু হলে জাতীয় পরিষদের স্পিকার সাময়িকভাবে অধিবেশন মুলতুবি করে দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি রাত এগারোটা নাগাদ শুরু হতে যাচ্ছে বলে সর্বশেষ জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে জিও নিউজ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, অনাস্থা প্রস্তাবের ওপর ভোট নিতে রাজি হয়েছেন স্পিকার আসাদ কায়সায়। জাতীয় পরিষদের কর্মকর্তারা স্পিকারকে অবহিত করেন, সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করলে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। এরপরই ভোট নিতে রাজি হয়েছেন স্পিকার। ইমরানকে ক্ষমতা থেকে হটাতে দেশটির ৩৪২ আসনের পার্লামেন্টের মধ্যে ১৭২ জনের সমর্থনের প্রয়োজন বিরোধীদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct