দুটি পাখি
সেলিম সেখ
__________
একডালেতে দুইটি পাখি
দ্বন্দ্ব তাদের প্রতিক্ষণ,
একজনে রয় বাস্তবতায়
অপর জনে কল্পময়।
মাঝে মাঝে দেখতাম তাদের
রইত গাছের ডালে,
করতো শুধু দুঃখের গান
ওই বসন্ত কালে।
বাস্তবতাকে সামনে রেখে
উড়তো গগন মাঝে,
অন্যরে দেখি কল্পনায়
থাকতো সকাল সাঁঝে।
এভাবেই কাটতো দিন
সময়ের ক্রমে ক্রমে,
দিনের শেষে রাত নামলে
থাকত না ক্রোধ জমে।
মাঝেমধ্যে দ্বন্দ্ব ভুলে
আসতো দুজন কাছে,
বলতো দুজন থাকব মোরা
একে অন্যের পাছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct