আপনজন ডেস্ক: সন্ত্রাসে অর্থায়নের দুটি মামলায় লস্কর-ই-তাইয়েবার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদকে ৩১ বছরের সাজা দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার জন্য এই সশস্ত্র সংগঠনটিকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র ও ভারত। রায়ে বলা হয়, দুটি মামলায় বেশ কয়েকটি আইন ভঙ্গের দায়ে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁর বর্তমান কারাভোগ ও নতুন করে দেওয়া সাজা একসঙ্গে চলায় তাঁকে ঠিক কত বছর কারাগারে থাকতে হবে, তাৎক্ষণিক তা স্পষ্ট হওয়া যায়নি।
৭ এপ্রিল আদালতের এক আদেশ বলা হয়েছে, এই মামলায় সাজাপ্রাপ্ত হাফিজ মুহাম্মদ সাঈদের দণ্ড এবং আগে দেওয়া দণ্ড একসঙ্গে চলবে, যদি কোনো মামলা থেকে থাকে। পাকিস্তানের আইন অনুযায়ী, যদি কোনো সাজা বাতিল না হয় কিংবা আপিলে কমানো না হয়, তাহলে একের পর এক সব মামলার দণ্ড ভোগ করে যেতে হবে হাফিজ সাঈদকে। হাফিজ সাঈদকে ২০১৯ সালে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসে অর্থায়নের একই ধরনের এক মামলায় ২০২০ সালে দোষী সাব্যস্ত হওয়ায় তিনি ইতিমধ্যে ১৫ বছরের সাজা ভোগ করছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct