এহসানুল হক,বসিরহাট,আপনজন: প্রায় দিন ইভটিজিংয়ের মতন ঘটনা ঘটছে শহরের সর্বত্র জায়গায় একের পর এক অভিযোগ জমা পড়ছে বসিরহাট জেলা পুলিশের নিকট। সেই সুরাহা করতে এবার বিশেষ উদ্যোগ নিল বসিরহাট জেলা প্রশাসন। মহিলা পুলিশ ফোর্স বানানো হলো বসিরহাট জেলা পুলিশ প্রশাসনের নেতৃত্বে। বিভিন্ন অপরাধ দমন করতে ইভটিজিং ধর্ষণ বা শ্লীতাহানি রুখতে বসিরহাট পুলিশ জেলায় পনেরো জন বিশিষ্ট মহিলা পুলিশদের নিয়ে বিশেষ টিম বানানো হলো।
বিশেষ ফোর্স এর চিহ্নিতকরণের জন্য গোটা গ্রুপের ড্রেস ব্ল্যাক কালারের করা হয়েছে। গত কয়েকদিন আগেই মাটিয়া ও দেগঙ্গা ধর্ষণের মতন দুটি ঘটনায় নড়েচড়ে রাজ্য প্রশাসন। সেই ঘটনার পর শিক্ষা নিয়েই কি এমন উদ্যোগ ?যদিও বা সে বিষয়ে মুখ খুলতে চাইনি ডিজি সাউথ বেঙ্গল সিদ্ধিনাথ গুপ্তা, আইজি প্রেসিডেন্সি রেঞ্জ তনময় রায় চৌধুরী । ডিজি সাউথ বেঙ্গল সিদ্ধিনাথ গুপ্তার উপস্থিতিতে বসিরহাট জেলা পুলিশের উদ্যোগে এই বিশেষ মহিলাদের ফোর্স নামানো হলো।তারা প্রত্যেকদিন এই পনেরো জন বিশিষ্ট মহিলাদের টিম শহর থেকে শুরু করে পার্শ্ববর্তী পঞ্চায়েত প্রত্যেকটা জায়গায় বাজার ব্যাংক ,স্কুল ও কলেজ চত্বর গুলোতে বাইক নিয়ে ঘোরাফেরা করবে। যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা মহিলাদের সঙ্গে কেউ না ঘটাতে পারে ।জেলা পুলিশের এই বিশেষ উদ্যোগে। সাধুবাদ জানিয়েছে স্থানীয় প্রশাসন ।সম্প্রতি উত্তর চব্বিশ পরগনার মাটিয়া তার ঠিক দু’দিন পরেই দেগঙ্গা দুটো বড় বড় ধর্ষণের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য থেকে জেলার রাজনীতি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরো নিরাপত্তা বাড়ানোর জন্য এই উদ্যোগ কিনা তা নিয়ে এরপরে জানিয়েছেন স্থানীয় মানুষেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct