সম্প্রীতি মোল্লা,কলকাতা,আপনজন: অনুব্রত মন্ডলের সরকারি হাসপাতালের চিকিৎসা পর্ব থেকে শিক্ষা নিয়ে সিবিআই অবশেষে গরু পাচার মামলায় ধৃত বিকাশ মিশ্রের শারীরিক চিকিৎসার জন্য আলিপুর কম্যান্ডো হাসপাতালে নিয়ে এলো।গরু পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে এই প্রথম নিজেদের হেফাজতে পেয়েছে সিবিআই। বিকাশও দীর্ঘদিন এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন। তাই তাঁকেও জিজ্ঞাসাবাদ করার সুযোগ পায়নি সিবিআই। এ ব্যাপারে এসএসকেএমের ভূমিকা নিয়ে আসানসোল কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই। তবে এবার তারা বিকাশের শারীরিক পরীক্ষানিরীক্ষার জন্য তাঁকে কাছেই সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে নিয়ে গেল না।নিয়ে গেল আলিপুর কম্যান্ডো হাসপাতালে। গত শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল সিবিআই এজলাসে উঠে কয়লা পাচার মামলা।ওইদিন শুনানি পর্বে কয়লা পাচারের পাশাপাশি উঠে গরু পাচার বিষয়টি। গরু পাচাএ সিবিআইয়ের নজরে বিকাশ মিশ্র। ওইদিন বিকাশ মিশ্র কে নিজেদের হেফাজতে নিল সিবিআই। ওইদিন আসানসোল সিবিআই এজলাস দশ দিনের সিবিআই হেফাজতে বিকাশ মিশ্র কে থাকার নির্দেশ দেয় । আগামী ১৮ এপ্রিল ফের আসানসোল আদালতে পেশ করা হবে বিকাশ কে। উল্লেখ্য কয়লা কাণ্ডে তদন্ত চালাচ্ছে ইডি ও সিবিআই। গত বছর বিকাশ মিশ্র কে গ্রেপ্তার করে সিবিআই। মাঝখানে জামিন মিললেও বিকাশ মিশ্র কে তোলা হয়েছিল আসানসোলের সিবিআই আদালতে। বিকাশ কে জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ওইদিনই অসুস্থ হয়ে পড়েন বিকাশ। ওইদিন রাতেই তাঁকে বর্ধমান হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় এসএসকেএমে।শুক্রবার এসএসকেএম থেকে গরুপাচার কাণ্ডে বিকাশ মিশ্রকে আসানসোল বিশেষ সিবিআই আদালতে হাজির করা হয়। ওইদিন সিবিআই এজলাসের বিচারক রাজেশ চক্রবর্তী প্রথমে কয়লা পাচার মামলায় ১৪ দিনের জেল হেফাজত দেয় বিকাশ কে। তবে সিবিআই গরুপাচার কাণ্ডে বিকাশ মিশ্রকে নতুন করে সংযুক্ত করে। সিবিআই গ্রেপ্তার করে থাকে বিকাশ কে। নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানায় এদিন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct