নাজিম আক্তার,হরিশ্চন্দ্রপুর,আপনজন: দুয়ারে সরকার ক্যাম্প তো দূরের কথা, ব্লকে জমা করেও মিলছে না জাতিগত শংসাপত্র।কেউ দীর্ঘ দুই বছর ধরে আবার কেউ তিন বছর ধরে হন্য হয়ে ঘুরেও পাচ্ছেন না শংসাপত্র। অভিযোগ,সঠিক ভাবে কাজ করছেন না প্রশাসনিক কর্তারা। ফলে সমস্যায় পড়তে হচ্ছে ছাত্র-ছাত্রীদের।মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কয়েকশো ছাত্র-ছাত্রী এই সমস্যায় ভুক্তভোগী।
এ ব্যাপারে স্থানীয় সূত্রে জানা গেছে, দুয়ারের সরকার ক্যাম্পে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলেন শতশত ছেলে মেয়ে। কিন্তু বছর গড়িয়ে গেলেও এখনও পর্যন্ত কাস্ট সার্টিফিকেট হাতে পায়নি। এমনকি জাতিগত শংসাপত্র না থাকার কারণে পছন্দের কলেজ, বিশ্ববিদ্যালয়ে মেধাতালিকাতেও আসতে পারছেন না। এর ফলে ভর্তিতেও বেম সমস্যায় পড়তে হচ্ছে বলে অবিযোগ। হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার আধিকারিকের দপ্তরের গেলে জুটছে দুর্ব্যবহার।এই নিয়ে ব্লক প্রশাসনকে একাধিক অভিযোগ পত্র জমা দিলেও কোন সমস্যার সমাধান হয়নি। তাই সমস্যার সমাধান চেয়ে সরব হলেন এলাকার অভিভাবকরা। এক অভিভাবক আব্দুস সালাম বলেন’আমার ছেলে বাইরে পড়ছে। ওর জন্য এক বছর আগে কাস্ট সার্টিফিকেটের আবেদন করেছিলাম। এখনো সার্টিফিকেট পাইনি। দপ্তরে গেলে ওই দপ্তর আধিকারিক এবং কর্মীরা টাল বাহানা করছে করছে।’ জেলা শাসক রাজর্ষি মিত্র প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। বিডিও অনির্বাণ বসু বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার আধিকারিক প্রবাহন ঘোষ এব্যাপারে কোনো উত্তর দেননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct