আপনজন ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলে বেসামরিক লোকজনে ঠাসা একটি রেল স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও শতাধিক। ওই অঞ্চলের আঞ্চলিক গভর্নর এই তথ্য জানান। ক্রামাটরস্ক শহরের ওই রেলওয়ে স্টেশনে রাশিয়া এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। শহরের মেয়র ওলেকজান্দার হনচারেঙ্কা বলছেন, হামলার সময় ওই স্টেশনে চার হাজারের মতো লোক অবস্থান করছিল যাদের বেশিরভাগই নারী, শিশু এবং বয়স্ক মানুষ। আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, ঘটনাস্থলে ১৮ জন নিহত হয়েছেন। এরপর আহতদের মধ্যে ১২ জন হাসপাতালে মারা গেছেন। তিনি আরও বলেন, হামলায় আহত ৯৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহত ৯৮ জনের মধ্যে ১৬ জন শিশু, ৪৬ জন নারী এবং ৩৬ জন পুরুষ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার নিন্দা করে একে “সীমাহীন শয়তানি” বলে উল্লেখ করেছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, রণক্ষেত্রে তারা এখন বেসামরিক লোকজন হত্যা করছে পরিকল্পিতভাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct