আপনজন ডেস্ক: জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আস্থা ভোটের পর বিদেশীদের মদদপুষ্ট যে সরকার গঠিত হবে তাকে বৈধ বলে মনে করেন না তিনি। তিনি পাকিস্তানিদেরকে এ আমদানি করা সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে জিও নিউজ।পাকিস্তান পার্লামেন্টে আস্থা ভোটের আগে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিয়েছেন ইমরান খান। পাকিস্তান সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়ে ইমরান খান বলেন, বিদেশী হস্তক্ষেপের অভিষোগ নিয়ে তদন্ত করেনি সুপ্রিম কোর্ট। টেলিভিশন ভাষণে তিনি ফের বিরোধী দলগুলোর বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ তুলেছেন।
তিনি বলেন, ‘মার্কিন কূটনীতিকরা আমাদের লোকদের সাথে দেখা করেছেন। তারপর আমরা পুরো পরিকল্পনা সম্পর্কে জানতে পেরেছি। এখন জাতীয় নিরাপত্তার স্বার্থে এ পরিকল্পনার বিস্তারিত বিবরণ প্রকাশ্যে আনছি না।’ পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বিদেশী শক্তিগুলো (যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব) পাকিস্তানে একজন নমনীয় প্রধানমন্ত্রী চায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct