অমরজিৎ সিংহ রায়,বালুরঘাট,আপনজন: বাবালুরঘাট শিশু উদ্যানে ট্রয় ট্রেন সহ তিনটি নতুন প্রকল্পের শুভ সূচনা করলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক। শুক্রবার বিকেলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতে কেটে ট্রয় ট্রেনের শুভ উদ্বোধন করেন জেলা শাসক।এছাড়াও এদিনের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার রাহুল দে,বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ আরো অনেকে।
জানা গিয়েছে, দার্জিলিংয়ের ট্রয় ট্রেনের ধাঁচে এই ট্র্যাকলেস ট্রয় ট্রেন বানানো হয়েছে। এই ট্রেনে চেপে পার্ক ভ্রবন করতে পারবেন পর্যটকরা।এই ট্রয় ট্রেনটিতে প্রায় চল্লিশ টি আসন রয়েছে। এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক আয়েশা রানি এ জানান, আজকে আমরা খুব গর্বিত এই পরিষেবা চালু হওয়ার জন্য। এখানে টয়ট্রেনের ইচ্ছে অনেকদিন ধরেই ছিল,আর আজ সিটি পূর্ণ হয়েছে। মাঝখানে করোনার কারণে অনেক দিন পার্ক বন্ধ ছিল। তা সত্ত্বেও এখানকার কর্মচারীরা খুব সুন্দর ভাবে পার্কটি কে রক্ষণাবেক্ষণ করেছেন।ট্রয় ট্রেনে ওঠার জন্য আগে আমাদের দার্জিলিং এ যেতে হতো। এখন বালুরঘাটের এই শিশু উদ্যানে ট্রয় ট্রেনে চড়তে পারবে শিশুরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct