আপনজন ডেস্ক : ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরাদের একজন ভারতীয় কিংবদন্তী শচীন টেন্ডুলকার। অবসর নেওয়ার আগে সম্ভাব্য সবকিছুই জয় করেছেন তিনি। রয়েছে একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিকও তিনি। তবে ক্রিকেটে আসার পেছনের গল্পটা মোটেও সহজ ছিল না শচীনের। বাকিদের মতো তিনিও অনেক ত্যাগ স্বীকার করেছেন। সেই ত্যাগ স্বীকারেরই একটি গল্প এবার নিজের ইন্সটাগ্রাম পোস্টে শেয়ার করেছেন এই ক্রিকেট কিংবদন্তী। গল্পটি অনুপ্রেরণারও। ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন শচীন। সেটিতে দেখা যায়, তিনি একটি বাসের সামনে দাঁড়িয়ে আছেন, বাস নং ৩১৫। বাসের সঙ্গে জড়িয়ে থাকা ছোটবেলার স্মৃতিচারণ করেছেন শচীন। এই বাসে চড়েই অনুশীলন করতে যেতেন তিনি। শচীন বলেন, ‘অনেক বছর পরে আমি ৩১৫ নম্বর বাসটি দেখেছি। এটি বান্দ্রা এবং শিবাজি পার্কের মধ্যে চলাচল করতো। এই বাসে আমি যাতায়াত করতাম। প্রতিদিন শিবাজি পার্কে পৌঁছে অনুশীলন শুরু করার জন্য খুব উত্তেজিত থাকতাম। অনুশীলনের পরে আমি ক্লান্ত হয়ে পড়তাম। তখন আশা করতাম যে, আমার প্রিয় সিট, জানালার পাশে বাসের শেষ আসনটি খালি থাকবে। যেন আমি ওই সিটে বসে বাইরে শীতল বাতাস গায়ে মাখানোর সঙ্গে রাইড উপভোগ করতে পারি।’ ‘এমন অনেক দিন ছিল, যখন আমি ঘুমিয়ে পড়তাম এবং বাস স্টপ মিস করতাম। এটি খুবই মজার ছিল,’ যোগ করেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct