সম্প্রীতি মোল্লা,কলকাতা,আপনজন: শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ভাদু খুনে সিবিআই কে তদন্তভার তুলে দিলো। বীরভূমের বগটুইয়ের বড়শাল পঞ্চায়েতের উপ্রপ্রধান ভাদু শেখ খুনের ঘটনার তদন্তেও সিবিআই। এদিন তা জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এদিন এজলাসে জানায়, ‘রাজ্য পুলিশ তদন্ত করতে পারবে না। ভাদু শেখ হত্যা মামলা ও বগটুই গণহত্যা মামলার মধ্যে নিবিড় যোগাযোগ আছে’। বগটুইয়ের গণহত্যার পাশাপাশি উপপ্রধান ভাদু খুনেও সিবিআই তদন্তের দাবি উঠছিল প্রথম থেকেই। শুক্রবার কলকাতা হাইকোর্ট এর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ‘সিবিআই উপপ্রধান খুনেরও তদন্ত করবে’।
এর আগে এই মামলার তদন্ত করছিল রাজ্য পুলিশ। আগামী ২ মের মধ্যে ভাদু শেখের তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত২১ মার্চ রাতের ঘটনা দুটি একে অপরের পরিপূরক বলে মনে করছে হাইকোর্ট। উল্লেখ্য, বগটুই কাণ্ডে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরই ভাদু শেখ খুনেও সিবিআই কে দিয়ে তদন্তের আর্জি জানিয়ে মামলা হয়। তাতে গত শুনানিতে হাইকোর্ট সিবিআই এ ব্যাপারে কী ভাবছে জানতে চেয়েছিল। সিবিআই-এর পক্ষ থেকে গত বৃহস্পতিবার আদালতে জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা ইতিমধ্যেই ঘটনার খোঁজ খবর করা শুরু করেছেন। ভাদু শেখ খুনের তদন্ত করতে তাদের আপত্তি নেই। তবে এজির পক্ষ থেকে ভাদু-খুনে রাজ্য পুলিশের তদন্তের পক্ষেও সওয়াল করেছিলেন। শুক্রবার সব দিক খতিয়ে দেখে কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিল।এদিন মামলাকারী আইনজীবী জানান , ‘আমরা প্রথম থেকেই বলে আসছিলাম, ভাদু শেখ খুনে সিবিআই তদন্ত করুক। আমরা রিট পিটিশনও করেছিলাম, ভাদু শেখ খুন ও তার পরবর্তী পর্যায়ের ঘটনার মধ্যে ইন্টারলিঙ্ক রয়েছে। দুটি আলাদা ঘটনা নয়।’তবে এদিন সিবিআই জানায়, - ঘটনার পর দেড় সপ্তাহ কেটে গিয়েছে। তাই অনেক তথ্য নষ্ট হয়ে যেতে পারে। সিবিআই এক্ষেত্রে তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করবে বলেও সিবিআই এদিন আদালতে জানায়।উল্লেখ্য, ভাদু খুনে পাথর - বালি সিন্ডিকেট টি কতদূর বিস্তৃত তা জানতে আগ্রহী অনেকেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct