সঞ্জীব মল্লিক,বাঁকুড়া,আপনজন: হাতির হানায় একের পর এক মৃত্যুর পর এবার দুই হনুমানের লড়াই এর মাঝে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি রেঞ্জের লালপুর গ্রামে। মৃত বৃদ্ধের নাম কানাইলাল কুন্ডু। বৃদ্ধের মৃত্যুর পরই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। হনুমানটিকে ঘুম পাড়ানি গুলি করে ধরতে তৎপর হয়েছে বন দফতর। স্থানীয় সূত্রে জানা গেছে দিন চারেক আগে খাবারের খোঁজে দুটি হনুমান গঙ্গাজলঘাটি রেঞ্জের লালপুর গ্রামে আসে। আজ সকালে দুটি হনুমানের মধ্যে ঝগড়া শুরু হয়। এর মাঝে লালপুর গ্রামের প্রায় ৮২ বছর বয়স্ক কানাইলাল কুন্ডু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আচমকাই ঝগড়ারত দুই হনুমানের মধ্যে একটি হনুমান আক্রমণ করে কানাইলাল কুন্ডুকে। হনুমানের দাঁত ও নখের আঁচড়ে ক্ষতবিক্ষত হয় কানাইলাল কুন্ডুর বাম পা। কোনোক্রমে হনুমানটির হাত থেকে স্থানীয়রা ওই বৃদ্ধকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হনুমানের হানায় এই প্রথম বাঁকুড়ায় কোনো ব্যাক্তির মৃত্যুর ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct