সেক আনোয়ার হোসেন,কাঁথি,আপনজন: জাতয়ি সঙ্গীত অবমমাননার অভিযোগে শুভেন্দু অধিকারী-সহ ৫ বিজেপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল। ঘটনার সূত্রপাত ২৯ মার্চ। কাঁথির পোস্ট অফিস মোড়ে,জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদসভার আয়োজন করেছিল তৃণমূল। সেখানেই কাঁথির ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রিনা দাস, ভুল জাতীয় সঙ্গীত গায় বলে অভিযোগ ওঠে। যার প্রতিবাদে তেসরা এপ্রিল, পাল্টা সভার ডাক দেয় বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সেই মঞ্চে বলতে শোনা যায়, কতিপয় অশিক্ষিত, অর্ধশিক্ষিত,দেশদ্রোহী,জাতীয় সঙ্গীতের অবমাননা করেছে। কাঁথিতে জাতীয় সঙ্গীতের অবমাননা করা হয়েছে। নাম না করে তৃণমূলকে খোঁচা দেওয়ার পাশাপাশি এই মঞ্চে আবার জাতীয় সঙ্গীত গান শুভেন্দু অধিকারীরা, যা নিয়ে তৃণমূলের অভিযোগ, ৫২ সেকেন্ডের জায়গায় ৫৮ সেকেন্ড ধরে জাতীয় সঙ্গীত গেয়েছেন বিজেপি নেতারা। এরপরই শুভেন্দু-সহ ৫জনের বিরুদ্ধে কাঁথি থানায় লিখিত অভিযোগ জানান কাঁথি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেতা প্রদীপ গায়েন। তিনি বলেন ওই কাউন্সিলারের ভুলের জন্য,আমরা জনগণের কাছে ক্ষমাপ্রার্থনা করেছি। কিন্তু বিজেপি প্রতিবাদ জানাতে গিয়ে ভুল করেছে। ওদেরও জনসমক্ষে ভুল স্বীকার করা উচিত।” অন্যদিকে, কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুদাম পণ্ডিত বলেন, ওনাদের উচিত নিজের ভৃল জনসমক্ষে স্বীকার করা। সেটা না করে আমাদের দোষ দেখতে পায়। অভিযোগ করতেই পারেন,আমাদের কিছু যায় আসে না।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct