অমরজিৎ সিংহ রায়,বালুরঘাট,আপনজন: অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো বুধবার।দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে একটি বেসরকারি সভাগৃহে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এদিনের এই প্রশিক্ষণ শিবিরে প্রায় ৩৯৯ জন অঙ্গনওয়াড়ি কর্মী উপস্থিত ছিলেন। এসইসিকেপি নামক এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চাইল্ড ডেভেলপমেন্ট প্রকল্পের প্রজেক্ট অফিসার বাবুল ইসলাম।মূলত বিভিন্ন অঙ্গনারী কেন্দ্র এলাকায় কন্যাশ্রী প্রকল্পের আওতাভুক্ত ও বয়সন্ধি খানের কিশোরীদের নানা বিষয়ে সচেতন করতেই স্কিম ফর অ্যাডাল্টসেন্ট গার্লস এন্ড কন্যাশ্রী কনভারজেন্স প্রোগ্রাম নামক এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল।পাশাপাশি বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র এলাকার অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে এই বিষয়ে সচেতন করতে বিশেষ গ্রুপ তৈরি করা হবে শীঘ্রই বলেও জানা গিয়েছে। শিবিরে পুরো বিষয়টি প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন উপস্থিত প্রশিক্ষকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct