সজল মজুমদার
শিক্ষক ও বিশিষ্ট প্রাবন্ধিক
___________________
সামাজিক পরিবেশে আমাদের ব্যবহারের যেকোনো অযোগ্য, বাতিল, অপ্রয়োজনীয় উপকরণই হল বর্জ্য পদার্থ। প্রকৃতিগতভাবে বর্জ্য পদার্থ কঠিন, তরল, গ্যাসীয় তিন প্রকারের হয়। এগুলোর মধ্যে মুখ্যত কঠিন বর্জ্য পদার্থ পরিবেশ অবনমনে অন্যতম প্রধান নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে থাকে। কঠিন বর্জ্য পদার্থ গুলির মধ্যে প্লাস্টিকের বোতল ও ক্যারি ব্যাগ, গৃহস্থালির বর্জ্য, চিকিৎসা বর্জ্য, কৃষি বর্জ্য, ইলেকট্রনিক বর্জ্য, শিল্প বর্জ্য, সহজ দাজ্য বর্জ্য প্রভৃতি উল্লেখযোগ্য। প্রসঙ্গত অন্যান্য ধরনের বর্জ্য পদার্থের সঙ্গে কঠিন বর্জ্য বা solid waste পরিবেশের অবক্ষয়ে প্রধান ভূমিকা পালন করে থাকে। কঠিন বর্জ্য দ্বারা মৃত্তিকা, জল, বায়ু দূষণ তো ঘটেই, তাছাড়া স্থানীয় এলাকার মানুষের মধ্যে বিভিন্ন ধরনের জটিল রোগের প্রাদুর্ভাব ঘটায়। উপরন্তু কোন একটি অঞ্চলের বাস্তুতান্ত্রিক ভারসাম্য ও জীব বৈচিত্রের পরিবর্তন ঘটাতেও এটির জুড়ি নেই। তাই সঠিকভাবে কঠিন বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা না করলে অদূর ভবিষ্যতে এটি সামাজে ও পরিবেশে মারাত্মক ক্ষতি ডেকে আনবে। মূলত বিশ্বের এবং দেশের তথা স্থানীয় শহরাঞ্চল গুলি থেকে বিপুল পরিমাণ কঠিন বর্জ্য প্রতিদিন নিষ্কাশিত করা হয়ে থাকে। প্রতিটি পৌরঞ্চল গুলো থেকে প্রতিদিন নির্দিষ্ট সময়ে কঠিন বর্জ্য সংগ্রহকারী বিশেষ যা নের মাধ্যমে প্রতিটি বাড়ি থেকে পচনশীল, অপচনশীল আবর্জনা সংগ্রহ করা হয়ে থাকে। এরপর সেই বর্জ্য গুলিকে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বাছাই করে শহর থেকে দূরে কোথাও কোনো উন্মুক্ত স্থানে ভরাট করন বা Landfill করা হয়। তবে দীর্ঘদিন ধরে একই স্থানে বর্জ্য ভরাট করনের ফলে সংশ্লিষ্ট এলাকায় পরিবেশগত দূষণের মাত্রা যেমন অত্যধিক হারে বাড়ছে, তেমনি আশেপাশে বসবাসকারী মানুষজনেরও চরম অসুবিধার মধ্যে পড়তে হয়। বড় বড় শহরগুলোতে এই বিষয়টি বিশেষ লক্ষণীয়। অন্যদিকে কঠিন বর্জ্য অবৈজ্ঞানিক পদ্ধতিতে অপসারণের ফলে ছোট-বড় বিভিন্ন নদীগুলোতে দূষণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। প্রসঙ্গত কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে পৌর এলাকায় solid waste management rules,2016 অনুসরণ করা হলে নিজ নিজ এলাকার সকল নাগরিকেরাই সুফল পাবেনই আশা করা যায়। এই আইন অনুযায়ী প্রকাশ্য স্থানে কঠিন বর্জ্য ছড়ানো, জালানো, বা মাটিচাপা দেওয়া যেমন নিয়মবিরুদ্ধ তেমনি জৈব ভঙ্গুর বা bio degradable, জৈব অভঙ্গুর বা non biodegradable এবং গৃহস্থালির বিষাক্ত বর্জ্য বা domestic hazardous waste গুলোকে পৃথকীকরণ করে সরকারী নির্দেশিকা অনুযায়ী নিরাপদ স্থানে সে গুলোকে অপসারণ করতে হবে। উল্লেখ্য কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে উল্লেখযোগ্য পদ্ধতি গুলো হলো reduce বা বর্জ্যের পরিমাণ কমানো,reuse বা বর্জ্যের পুনর্ব্যবহার, refuse বা বর্জ্য পুরোপুরি ত্যাগ, recycle বা বর্জ্যের পুনর্নবীকরণ। পাশাপাশি integrated solid waste management এর দ্বারা যেমন কঠিন বর্জ্যের পুনর্নবীকরণ ও পুনর্ব্যবহার করা যায়,তেমনি এটিও একটি পরিবেশবান্ধব স্থিতিশীল একটি পদ্ধতি। অন্যদিকে পৌর অঞ্চলগুলিতে কঠিন বর্জ্য সঠিকভাবে, সঠিক সময়ে, সঠিক জায়গায় নিষ্কাশিত হচ্ছে কিনা, সে ব্যাপারেও কড়া নজরদারির প্রয়োজন আছে । এছাড়াও পৌর অঞ্চলগুলিতে বর্জ্য পদার্থের কু প্রভাব নিয়ে ব্যাপকভাবে নাগরিক সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। সাথে সাথে গ্রাম অঞ্চল গুলিতেও সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতামূলক প্রচার ও সমীক্ষা ভীষণ প্রয়োজন।বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য নির্দিষ্ট শ্রেণীর পাঠ্যক্রমেও ‘ বর্জ্য ব্যবস্থাপনা’ নামক বিশেষ অধ্যায় যেমন রাখা হয়েছে, তেমনি বিদ্যালয় প্রাঙ্গণ গুলিতেও পচনশীল, অপচনশীল বর্জ্যের আলাদা আলাদা নির্দিষ্ট জায়গা বরাদ্দ করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে কঠিন বর্জ্য নিয়ে আরো সচেতনতা গড়ে তোলার জন্য এই বিষয়ে সেমিনার,ক্যুইজ আয়োজন করলে বিশেষ ফলপ্রসূ হতে পারে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উদাহরণস্বরূপ সম্প্রতি পশ্চিমবঙ্গের মালদা টাউন স্টেশনে solid waste management plant তৈরী করা হয়েছে, যেখানে ফেলে দেওয়া পচনশীল নোংরা আবর্জনা থেকে বায়োগ্যাস উৎপাদিত করা হচ্ছে, পাশাপাশি তৈরি হচ্ছে জৈব সার। plastic waste management plant এর মাধ্যমেও PET বোতল গুলি কে ক্রাশ করে সেগুলো কে পুনর্নবীকরণ বা পুনর্ব্যবহার করবার যোগ্য করা হচ্ছে। ফলে সংশ্লিষ্ট এলাকা স্বাভাবিকভাবেই বাস্তবিকভাবে একেবারে প্লাস্টিক মুক্ত করা সম্ভব হচ্ছে।এই ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে বর্তমান সময়ে দেশ ও রাজ্যের সর্বত্র বেশি করে এই ধরনের solid waste management plant বসানোর ব্যাপারে বিশেষ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এক কথায় ‘ ক্লিন সিটি গ্রীন সিটি ‘ করার লক্ষ্যে এগোতে হলে এবং সমাজ ও বৃহত্তর পরিবেশকে স্বচ্ছ রাখতে, ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে হলে এখন থেকেই বর্জ্য ব্যবস্থাপনার মত গুরুতর বিষয়টিতে নজর দেওয়া অতি প্রয়োজনীয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct