আপনজন ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জানতে পারলেন তার জোট সরকার দেশটির সংসদ নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। বেনেটের ডানপন্থি ইয়ামিনা দলের সংসদ সদস্য ইদিত সিলমানের পদত্যাগের ফলে সরকার গঠনের মাত্র ১০ মাসের মাথায় তা পতনের মুখে পড়েছে। এ মুহূর্তে নেসেটে সরকার ও বিরোধী দলের সদস্য সংখ্যা সমান সমান। জোটের আরেকজন সদস্য পদত্যাগ করলেই সরকারের পতন হবে এবং দেশটিকে আবার নির্বাচনে যেতে হবে। এর আগে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইসরাইলকে পর পর তিনবার নির্বাচনে যেতে হয়েছিল। অবশেষে তৎকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুবিরোধী ডান-বাম ও মধ্যপন্থিদের জোট ১২০ সদস্যের মধ্যে ৬১ জনের সমর্থন নিয়ে সরকার গড়ে। ক্ষমতাসীন জোটের সদস্যরা ইদিত সিলমানের পদত্যাগকে 'কাণ্ডজ্ঞানহীন' বলে নিন্দা জানালেও তার এমন সিদ্ধান্তে ভীষণ খুশি বিরোধী নেতানিয়াহুর দল। নেতানিয়াহু ইতোমধ্যে সিলমানকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তার দল সরকার গঠন করতে পারলে সিলমানকে মন্ত্রিত্ব দেওয়া হবে। ইসরাইল ইহুদি সংস্কৃতি থেকে সরে যাচ্ছে—এমন অভিযোগে সিলমান পদত্যাগ করলেও বিশ্লেষকরা মনে করছেন তার পদত্যাগের পেছনে অন্য কারণ থাকতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct