জয়প্রকাশ কুইরি,পুরুলিয়া,আপনজন: রাস্তাঘাট শুনসান ,কোন দোকানপাট খোলা নেই আবার স্বতঃস্ফূর্ত বন্ধ ঝালদা। বুধবার কংগ্রেসের ডাকা ১২ ঘণ্টা বনধে ঝালদার মানুষের ব্যাপক সমর্থন ছিল একথা বলা যেতেই পারে। এমনকি সরকারি দপ্তর গুলিতেও সেখানে লোকজন দেখা যায়নি।মঙ্গলবার ঝালদা পৌরসভার বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। ঝালদা পৌরসভার বোর্ড গঠনে কংগ্রেস অংশগ্রহণ করেনি। তবে কংগ্রেসের ৪ জন কাউন্সিলর শপথ নিয়েছিলেন। এই সময় বিশাল পুলিশবাহিনী মোতায়েন ছিল পৌরসভা এলাকায়।পৌরসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে কংগ্রেস কাউন্সিলরদের ঢুকতে প্রথমে বাধা দেওয়া হয় বলে অভিযোগ কংগ্রেসে। পুরুলিয়া জেলা কংগ্রেসের সভাপতি নেপাল মাহাতর দাবি বোর্ড গঠনের সময় ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু কে পুরসভায় ঢুকতে বাধা দেওয়া হয় ও হেনস্থা করা হয়।পুলিশের এমনই আচরণের প্রতিবাদে সেদিনই অর্থাৎ মঙ্গলবারই বুধবার ১২ ঘণ্টা ঝালদা বন্ধের ডাক দিয়েছিল কংগ্রেস।এদিন সকাল থেকেই গোটা ঝালদার সমস্ত মানুষ বনধ কে সমর্থন করেছেন। বনধ কে প্রতিরোধ করতে ময়দানে দেখা যায়নি তৃণমূলকে।তবে কংগ্রেস দফায় দফায় মিছিল করেছে।নিহত তাপন কান্দুরী স্ত্রী পূর্ণিমা কান্দু বলেছেন সিবিআই তদন্তের আগে পুলিশ যেভাবে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে ঝালদায় তাতে আরও অঘটন ঘটতে পারে ঝালদায়।শহরের মানুষ কে সেই জন্য এককাট্টা হয়ে থাকার আবেদন জানান তিনি।কংগ্রেস দাবি করেছে এই বন্ধ সাধারণ মানুষের তাই বন্ধ হয়েছে সর্বব্যাপী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct