আপনজন ডেস্ক: ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিসের টেলিগ্রাম বার্তায় জানান, রাশিয়ার আগ্রাসনে অন্তত ১৬৭ শিশু নিহত এবং ২৭৯ নাগরিক আহত হয়েছে। রাশিয়ার গোলাবর্ষণে সেখানে ৯২৭টি বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মতে, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে সবচেয়ে বেশি সংখ্যক শিশু নিহতের তথ্য (৮১) নথিভুক্ত করা হয়েছে। এরপরেই কিয়েভের বিস্তৃত অঞ্চলের ৭৮ এবং খারকিভ অঞ্চলের ৬৪ শিশু নিহতের তথ্য নথিভুক্ত করা হয়েছে। অপরদিকে হস্তোমলের কর্মকর্তারা দাবি করছে শহর থেকে ৪০০ জনের বেশি লোক নিখোঁজ হয়েছে। বুচা এবং ইরপিন শহরের পাশাপাশি হোস্তমোলও হামলার শিকার হয়েছে। হোস্তমলের বাসিন্দাদের বেশিরভাগ মৃতদেহ পার্শ্ববর্তী গ্রাম এবং বুচা শহরে পাওয়া গেছে। ইন্টারফ্যাক্স ইউক্রেন নিউজ এজেন্সির দাবি রাশিয়ানরা সেখানে বেসামরিকদের হত্যা করার পর কয়েকজনকে অপহরণ করে নিয়ে গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct