আপনজন ডেস্ক: ৩৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর ব্যাটে কখনো ১৩-র বেশি রানের ইনিংস দেখা যায়নি। তবু টেস্টে অন্তত দুটি অর্ধশতক হাঁকানো সেই প্যাট কামিন্সের ব্যাটে কিছু রান দেখতে পাওয়া হয়তো একেবারে অবিশ্বাস্য নয়। কিন্তু তাই বলে এমন ঝড়! কামিন্স এমন ব্যাটিং জানেন, কে জানত! মুম্বাই ইন্ডিয়ানস হয়তো জানত না! পাকিস্তানে সিরিজ শেষ হওয়ার পর এবারের আইপিএলে আজই প্রথম নেমেছেন কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। পুনেতে বল হাতে বেধড়ক পিটুনি খেয়েছেন বটে, কিন্তু ব্যাট হাতে সেটি ভুলিয়ে দেওয়া অবিশ্বাস্য এক ইনিংসই খেলেছেন কামিন্স। ১৫ বলে অপরাজিত ৫৬ রান এসেছে অস্ট্রেলিয়ানের ব্যাট থেকে, অর্ধশতকে পৌঁছেছেন ১৪ বলে—আইপিএলের ইতিহাসে যৌথ দ্রুততম অর্ধশতক। ১৫ বলের মধ্যে ১০টিতেই চার বা ছয় দেখেছে কামিন্সের ইনিংস, চার ৪টি, ছক্কা ৬টি। কামিন্সের এমন বেধড়ক পিটুনিতেই মুম্বাইয়ের ১৬১ রান ৫ উইকেট ও ২৪ বল হাতে রেখে পেরিয়ে গেছে কলকাতা। ইনিংসটাও কী! যেন চার আর ছক্কার ফুলঝুরি। ১৪তম ওভারে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আন্দ্রে রাসেল আউট হওয়ার পর ক্রিজে নেমে প্রথম বলে ১ রান নিয়েছেন, ওই ওভারেরই শেষ দুই বলে—তাঁর মুখোমুখি দ্বিতীয় ও তৃতীয় বল—ছক্কা আর চার! শেষ ওভারের আগেই ৮ বলে ২২ রান ছিল কামিন্সের, কলকাতার তখনো জয়ের জন্য ৩০ বলে ৩৫ রান দরকার। ওভার শেষে? খেলা শেষ!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct