আপনজন ডেস্ক: টাওয়ার অব লন্ডনের হাজার বছরের ইতিহাসে প্রথমবারের মতো ইফতার ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ব্রিটিশ মুসলিম সংস্থা দ্য নাজ লিগ্যাসি ফাউন্ডেশন এ আয়োজন করে। সুবিধাবঞ্চিত মুসলিম সংখ্যালঘু তরুণদের জন্য কাজ করা সংস্থাটি আন্ত ধর্মীয় এ ইভেন্টের আয়োজন করে।স্মরণীয় এ ইফতার ইভেন্টে অংশ নিয়ে লন্ডনের মেয়র সাদিক খান বলেন, ‘আজ সন্ধ্যায় টাওয়ার অব লন্ডনে অনুষ্ঠিত প্রথম আন্ত ধর্মীয় ইফতারে নিজের রোজা ভাঙতে পেরে আনন্দিত। বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের তরুণদের এখানে সমবেত দেখে আমি খুবই অনুপ্রাণিত। ’ প্রধান রাব্বি এফ্রাইম মিরভিস ও কার্ডিনাল ভিনসেন্ট নিকোলসসহ বিভিন্ন ধর্মের নেতারা আন্ত ধর্মীয় এ ইফতারে অংশ নেন। এ সময় তারা তাদের নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। যেমন ইহুদিবিরোধিতা ও টাওয়ার ব্রিজে ক্যাথলিকদের ঐতিহাসিক মৃত্যুদণ্ডসহ নানা বিষয়ে কথা বলেন তারা। এ সময় ইফতার ইভেন্টে অংশ নিয়ে টাওয়ার অব লন্ডনের ইতিহাস তুলে ধরে নাজ লিগ্যাসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হারিস বুখারি বলেন, আন্ত ধর্মীয় এ ইভেন্ট লন্ডনের স্মৃতিস্তম্ভ পুনঃপ্রতিষ্ঠার একটি উদ্যোগ। একসময় ধর্মীয় সংখ্যালঘুদের কাছে টাওয়ার অব লন্ডন কারাবাস ও নির্যাতনের স্থান হিসেবে ভীতিকর ছিল। করোনা মহামারি-পরবর্তী সময়ে এ ধরনের বড় আন্ত ধর্মীয় ইফতার আয়োজন উচিত ছিল। টাওয়ারের প্রায় হাজার বছরের ইতিহাসে প্রথমবারের মতো এ ধরনের ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে হারিস লেখেন, ব্রিটিশ রানির জনসেবা, সৃষ্টিকর্তায় বিশ্বাস ও সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষাসহ অন্যান্য মূল্যবোধ তুলে ধরবে ইফতার ইভেন্ট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct