আপনজন ডেস্ক: ২০২২ সালের সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ অনুষ্ঠিত হবে ১৭ জুলাই। এ ব্যাপারে পরীক্ষার আয়োজক সংস্থা এনটিএ জানিয়েছে, দুপুর দুটো থেকে শুরু হয়ে ২০০ মিনিটের পরীক্ষা হবে। বাংলা সহ ১৩ ভাষায় প্রশ্নপত্র মিলবে। আর বয়সের কোনও ঊর্ধ্বসীমা থাকছে না। বয়স হতে হবে কমপক্ষে ১৭ বছর। তবে পরীক্ষার্থীর জন্ম হতে হবে ২০০৫ সালের ডিসেম্বর বা তার আগে। অনলাইনে আবেদন করার জন্য সাধারণ ক্যাটেগরিতে ফি লাগবে ১৬০০ টাকা। আর ওবিসিতে ১৫০০ টাকা। এসসি, এসটি ৯০০ টাকা। অনাবাসী ভারতীদের ৮৫০০ টাকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct