আপনজন ডেস্ক: ফ্রান্সের মার্সেইতে শিপইয়ার্ডে আটকা পড়ে আছে একটি বিলাসবহুল সুপারইয়ট আমোর ভেরো৷ ফরাসি কর্তৃপক্ষ বলছে ইয়টটি এক রুশ ধনকুবেরের৷ ২৮২ ফুট দৈর্ঘ্য, সাতটি ক্যাবিনের বিলাসবহুল সুপারইয়ট ‘আমোর ভেরো'৷ দাম ১২ কোটি ডলার। ভারতীয় অর্থমূল্যে প্রায় হাজার কোটি টাকা। সেটি পড়ে আছে এখন ফ্র্যাঞ্চ রিভেরা উপকূলের একটি শিপইয়ার্ডে৷ গত ২ মার্চ রাতে ফরাসি শুল্ক কর্তৃপক্ষ জাহাজটি জব্দ করে৷ ফ্রান্সের অর্থ মন্ত্রণালয়ের দাবি, জাহাজটি রাশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি রসনেফটের প্রধান ইগোর সেচিনের নিয়ন্ত্রণাধীন একটি কোম্পানির৷ পুতিন সরকারের ঘনিষ্ঠ হিসেবে সেচিনের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন৷ সেই নিষেধাজ্ঞা অমান্য করে জাহাজটি বন্দর ছাড়ার প্রস্তুতি নিলে সেটিকে জব্দ করে ফরাসি কর্তৃপক্ষ৷ এক বিবৃতিতে ইগোর সেচিন এই জাহাজের মালিকানার কথা অস্বীকার করেছেন৷ ইয়টটি ফরাসি উপকূলে আনা হয়েছিল মেরামতের জন্য৷ শিপইয়ার্ড কর্তৃপক্ষ জাহাজটির নামে প্রতিদিন ভাড়া বাবদ বিল তৈরি করে যাচ্ছে৷ কিন্তু সেটি কার কাছে পাঠাবে তা তারা জানে না৷ কারা এটির দেখভাল করবে আর পাওনা কারা মেটাবে তা নিয়েও দেখা দিয়েছে জটিলতা৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct