আপনজন ডেস্ক: রাতের অন্ধকারে তিন ফসলি জমি ও ভেড়ির বাঁধের মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে চট্টগ্রামের মীরসরাইয়ে । প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কেটে গাড়ি ভর্তি করে বিভিন্ন ইটভাটা ও জায়গা ভরাটের কাজে নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয় শাহাদাত নামে এক ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। জোরারগঞ্জ থানাধীন ১নং করেরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ ঘেড়ামারা এলাকায় সড়কের পার্শ্ববর্তী এবং টিলার নিচের সমতল পতিত প্রায় ১ একর জমির মাটি কাটা হচ্ছে। ঘটনাস্থলে মাটি কাটার কাজে ব্যবহৃত স্কেভেটরটি রয়েছে। জমির উত্তর ও পূর্ব প্রান্ত থেকে মাটি কাটা শুরু করা হয়েছে। মধ্য রাত থেকে ভোর পর্যন্ত চলে এ মাটি কাটা। এতে জমির পাশে অবিস্থত ঘরবাড়ি বৃষ্টির জলে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগ অস্বীকার করে শাহাদাত বলেন, মাটি কাটার সঙ্গে আমি জড়িত নই। কে বা কারা মাটি কাটছে আমি তাও জানি না। এ বিষয়ে করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, মাটি কাটার বিষয়ে আমার অবস্থান জিরো ট্রলারেন্স। যে বা যারা মাটি কাটবে, তাদের আইনের আওতায় আসতে হবে। মাটি কাটার বিষয়ে আমাদের এমপি মহোদয়েরও কঠোর নিষেধাজ্ঞা আছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct