মঞ্জুর মোল্লা,নদিয়া,আপনজন: রাজ্যের সাথে নদিয়াতে বাড়ছে তাপমাত্রা তীব্র গরমে হাঁসফাঁস পরিস্থিতি। শরীর ঠান্ডা রাখতে প্রত্যেকে গলা ভেজাচ্ছেন ডাবের জল আর আখের রসে। চড়চড়িয়ে বাড়ছে ডাবের দাম। বাড়ছে রদের তেজ বাড়ছে তাপমাত্রা রাজ্যের বহু জেলায় হাঁসফাঁস অবস্থা নদীয়াতে দেখা গেল তাপমাত্রা মধ্যে পথ চলতি মানুষেরা খুঁজছে কচি ডাবের জল বা আখের রস একটু গলা ভিজানোর জন্য। গরম পড়তেই নদীয়া জেলার বিভিন্ন জায়গায় দেখা মিলছে রাস্তার দু’ধারে আখের রস ও ডাব নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে বিক্রেতা এমনই ছবি দেখা গেল নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়া সহ বিভিন্ন ব্লকের এলাকায় দেখা মিলছে দেখা মিলছে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে আখের রস ও ডাব বিক্রেতা সেখানেই ভিড় জমেছে পথচলতি মানুষের পথচলতি লরি, চারচাকা গাড়ি টোটো প্যাসেঞ্জার নিয়ে দাঁড়িয়ে পড়ছে আখের রসের ও ডাবের জলে গলা ভিজিয়ে ফের রওনা দিচ্ছে। নদীয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়া থানার নমাইল এলাকায় গাড়ি চালক সালাউদ্দিন সেখা দিনদিন রোদের তাপমাত্রা বাড়ছে গলা শুকিয়ে যাচ্ছে তাই একটু গাড়ি থামিয়ে ডাবের জল খেয়ে গলাটা ভিজিয়ে নিয়ে কমবেশি সব সময়েই খাই কিন্তু এখন যেহেতু গরম পড়ে গেছে তাই গলাটা শুকিয়ে যাচ্ছে।ডাব বিক্রেতা ইসমাইল শেখ জানান বর্তমান আমাদের এলাকায় ডাব পাওয়া যাচ্ছে না গরম পড়ে ডাবের চাহিদা একটু বেড়ে গেছে ডাবের দামও বেশি কেননা খুব একটা পাওয়া যাচ্ছে না সেই কারণে চড়া দামে কিনতে হচ্ছে তাদেরকে ৪০ থেকে ৫০ টাকা দামে বিক্রি হচ্ছে ডাব। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছে ক্লান্ত শরীরে চাঙ্গা করতে প্রয়োজন ডাবের জল। শরীরের ভারসাম্য রাখতে উপকারী ডাবের জল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct