আপনজন ডেস্ক: শ্রীলঙ্কায় বেশ কিছুদিন ধরেই চলছে চরম অস্থিরতা। সবচেয়ে কঠিন সময় পারছে করছে দেশটি। সেখানে চলছে বৈদেশিক মুদ্রার তীব্র সংকট। তাতে করে মহাবিপর্যয় নেমে এসেছে লঙ্কানদের অর্থনীতিতে। যে কোনো সময় দেশটির দেউলিয়াত্বের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আপাতত দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। এর প্রভাব পড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। দেশটিতে আইপিএল সম্প্রচার বন্ধ হচ্ছে। তীব্র সংকটের প্রভাব পড়েছে শ্রীলঙ্কার সংবাদমাধ্যমেও। কাগজের ব্যয়ভার বহন করতে পারছে না দেশটির সংবাদপত্র। আপাতত অনলাইনে প্রকাশিত হচ্ছে সংবাদ। ইতিমধ্যে বন্ধ করা হয়েছে কয়েকটি টেলিভিশনও। এতে কারে আইপিএলের ম্যাচ সম্প্রচার করা সম্ভব হচ্ছে না। শ্রীলঙ্কায় প্রতিদিন ১৩ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। তেল, খাদ্য পণ্য ও ঔষধ সংকটের কারণে রাজপথে নেমে এসেছেন সর্বস্তরের মানুষ। দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশের বাসভবনের সামনে ব্যাপক বিক্ষোভ করেছেন তারা। সেখানে ব্যাপক সহিংসতা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন পুলিশ। দুই পক্ষের মধ্যে দফায় দফায় ব্যাপক সংঘাত হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct