সঞ্জীব মল্লিক,বাঁকুড়া,আপনজন: গ্রামে রয়েছে কল, জল মেলে না পর্যাপ্ত। রাস্তাঘাটের অবস্থা বেহাল বারে বারে প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস ব্লক প্রশাসনের বাঁকুড়ার এক নম্বর ব্লক আদিবাসী অধ্যুষিত আংগারিয়া গ্রাম। বাঁকুড়া ১ নম্বর ব্লকের আংগারিয়া গ্রাম এই গ্রামে চার শর বেশি পরিবারের বসবাস মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পানীয় জল সমস্ত রাজনৈতিক দলের নেতারা পানীয় জলের প্রতিশ্রুতি দিলেও আজও মেলেনি পানীয় জল গ্রীষ্মের দাবদাহ অন্যদিকে পানীয় জলের সংকট এই গ্রামের মানুষজন নাম মাত্র কয়েকটি টিউবয়েল রয়েছে আবার জল খাওয়ার যোগ্য নয় কিন্তু এই ভাবেই তাদের পানীয় জল সংগ্রহ করে দিন কাটছে একদিকে যেমন সরকার বাড়িতে বাড়িতে পানীয় জল দেওয়ার প্রতিশ্রুতি দিলেও আজও এই গ্রামে কেন পিএসসির পানীয় জল পৌঁছালো না সেটাই এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। গ্রামের কোন মানুষ অসুস্থ হয়ে গেলে অচেনা গ্রামে অ্যাম্বুলেন্স আসে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct