নাজিম আক্তার,হরিশ্চন্দ্রপুর,আপনজন: স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার কয়েক ঘন্টা পরেই মৃত্যুর সংবাদ আসে পরিবারের কাছে। ভিন রাজ্য রাজস্থানের আজমের শরীফে কাজ করতে গিয়ে অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে এক পরিযায়ী শ্রমিকের।মৃত শ্রমিকের নাম আলী মর্তুজা (২১)। বাড়ি হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মিসকিনপুর গ্রামে।গত শনিবার এক ভাড়া বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ।বাড়িতে মৃত্যু সংবাদ আসতেই কান্নায় ভেঙে পড়েন গোটা পরিবার।
স্ত্রী সামেনা খাতুন বলেন ‘সংসার চালানোর তাগিদে প্রায় ১৫ দিন আগে রাজস্থানের আজমের শরীফে কাজ করতে যায় আলি মর্তুজা।সেখানে দিনের বেলা নির্মাণ শ্রমিকের এবং রাতে হোটেলে কাজ করত।গত শনিবার আজমীর শরীফ থেকে দুপুরবেলা আমার সঙ্গে মোবাইলে অনেকক্ষণ কথা বলেছেন।তখন আমার স্বামী আমাকে জানায় ওখানকার কিছু লোক তাকে চোর অপবাদ দিয়েছে।ও মানসিকভাবে ভেঙে পড়েছিল।তারপরই রাত্রে ওর মৃত্যুর খবর পাই।ওর মৃত্যু নিয়ে আমাদের অনেক সন্দেহ রয়েছে।আমার স্বামীকে কেউ বা কারা মেরে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে।’ তিনি আরো বলেন ‘তাদের ২৪ দিনের এক কন্যা সন্তান রয়েছে। অভাবের সংসার।একমাত্র পরিবারের রোজগারে ছিল সে।এখন কিভাবে চলবে সংসার তা দুশ্চিন্তায় উড়েছে ঘুম।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct