নিজস্ব প্রতিবেদক,আসানসোল,আপনজন: আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা আসনে উপনির্বাচন রয়েছে। দলীয় প্রার্থীর সমর্থনে আগামী ১০ এপ্রিল আসানসোল লোকসভা উপনির্বাচনে প্রচারে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । প্রচারের শেষদিনে দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচার করবেন মুখ্যমন্ত্রী । আসানসোল লোকসভা উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহার প্রচারে যাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।আগামী ১০ এপ্রিল প্রচারের শেষদিনে আসানসোলে যাবেন তিনি । তার আগে ৯ এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায় আসানসোলে প্রায় সাড়ে ৩ কিলোমিটারের একটি মিছিল করবেন বলে তৃণমূল সূত্রে জানা গেছে । পরদিনই অর্থাৎ ১০ এপ্রিল আসানসোলে জনসভায় যোগ দেবেন মমতা ।আসানসোল লোকসভা উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করার পর তাঁর হয়ে প্রচারে নামার আশ্বাস দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো । সেই মত শেষবেলার প্রচারে আসানসোলে যাবেন তিনি । প্রচারে নেমে আসানসোলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা সংবাদমাধ্যম কে জানিয়ে ছিলেন, -’ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক তাঁর পক্ষে কোনভাবেই উপেক্ষা করা সম্ভব ছিল না’ । আর তাই আসানসোলের প্রার্থী হয়েছেন তিনি । এক্ষেত্রে অতীতে যেভাবে বিহার বাঁচাও অভিযানে নেমে ছিলেন তিনি । এখানেও আসানসোলের মানুষের জন্য কাজ করতে চান বলে জানিয়েছেন শত্রুঘ্ন সিনহা । মার্চের ২০ তারিখ থেকে প্রচার শুরু করেছেন শত্রুঘ্ন সিনহা । তার পর থেকেই শত্রুঘ্ন সিনহার পাশে রাজ্য তৃণমূল নেতৃত্বকে দেখা গিয়েছে প্রচার মঞ্চে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct