এহসানুল হক,বসিরহাট,আপনজন: রাজ্যজুড়ে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে উচ্চমাধ্যমিক ডিএসি মেম্বার এবং বনভূমি কর্মধ্যক্ষ একেএম ফারহাদ স্কুলে স্কুলে পরিদর্শন করলেন। প্রথমে তিনি দেগঙ্গা বীণাপাণি থেকে শুরু করে দু তিনটে স্কুল পরিদর্শন করেন। পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে কি সুবিধা ও অসুবিধা রয়েছে সেগুলো তিনি জেনে নেন। তারপর বসিরহাটে আসেন তিনি পরিদর্শনে, প্রথমে বসিরহাট হাই স্কুলে যান, সেখানকার প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করেন পাশাপাশি পিসিএম গার্লস হাই স্কুলে যান।
তাছাড়াও পরীক্ষার প্রথম দিনে পড়ুয়াদের হাতে ফুল, পেন এবং জলের বোতল তুলে দিতে দেখা গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও এগিয়ে এসেছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে। জেলার দেগঙ্গা, বসিরহাট, মিনাখা সহ বিভিন্ন এলাকায় এই ছবি ধরা পড়েছে।করোনার কথা মাথায় রেখে এবারের হোম সেন্টারে অর্থাৎ নিজও স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এদিন উচ্চমাধ্যমিক ডিএসি মেম্বার অর্থাৎ বনভূমি কর্মধ্যক্ষ এ কে এম ফরহাদ বলেন, আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, করোনার জন্য দুই বছর বন্ধ ছিল, মুখ্যমন্ত্রীর নির্দেশে আবার সেই পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে তাদের নিজে স্কুলে পরীক্ষার ব্যবস্থা করেছে রাজ্য সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct