আব্দুস সামাদ মন্ডল,কলকাতা,আপনজন: আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য মুহাম্মদ আলিকে ঘিরে ছাত্রদের একাংশ শুক্রবার যে পদ্ধতিতে বিক্ষোভ করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) এর প্রেস বিজ্ঞপ্তিতে তার তীব্র নিন্দা করেছে। ওই্ প্রেস বিবৃতিতে নওশাদ সিদ্দিকী বলেন, আমরা মনে করি এভাবে অশ্রাব্য গালিগালাজ, অনৈতিক আচরণ আলিয়ার চলমান ছাত্র আন্দোলনকেই কালিমালিপ্ত করেছে। আমরা সবাই জানি এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরে আর্থিক দুর্নীতি সহ নানানরকম দূর্নীতির বিস্তর অভিযোগ উঠেছে। উপাচার্যের বিরুদ্ধেও অনুসন্ধান কমিটি হয়েছে। সেই কমিটির রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি। কিন্তু শুক্রবার উপাচার্যের ঘরে যে ঘটনা ঘটেছে তা শুধুমাত্র ছাত্র-শিক্ষক সম্পর্কের অবনতি ঘটায়নি, একটি অত্যন্ত জঘন্য দৃষ্টান্ত সমাজের সামনে স্থাপন করল।
আমরা আগেও বলেছি যে তৃণমূল কংগ্রেস সরকার বিদ্যালয় শিক্ষাব্যবস্থাকে শেষ করে দিয়েছে। বিদ্যালয় পরিচালন কমিটির নির্বাচন সম্পূর্ণভাবে শাসকদলের নিয়ন্ত্রণে। পাশাপাশি এটাও দেখছি যে কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-অশিক্ষক নিয়োগে শাসকদলের অগণতান্ত্রিক হস্তক্ষেপ। ইদানীং আবার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরিচালন কমিটি অথবা গভার্নিং বডিতে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী অথবা সরাসরি শাসকদলের কর্মীদের মনোনীত করা হচ্ছে। এইসব কার্যকলাপ সমগ্র শিক্ষাব্যবস্থাকে কলুষিত করছে, দূর্বৃত্তায়ন করছে ও দূর্নীতির দিকে ঠেলে দিচ্ছে। নিঃসন্দেহে, শুক্রবারের ঘটনা তারই প্রতিফলন। নওশাদ আরও বলেন, আলিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি’র ভর্তির প্রবেশিকা পরীক্ষার ফলাফলের তালিকা দুর্নীতিতে ভরা। আমরা দাবি জানাচ্ছি যে এখনই এই প্যানেল বাতিল করতে হবে ও স্বচ্ছতার সঙ্গে নতুন করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি, যে সমস্ত বহিরাগত, বহিষ্কৃত, তৃণমূল কংগ্রেস আশ্রিত ছাত্র ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র চরম অসভ্যতার সঙ্গে লিপ্ত, যারা উপাচার্যকে অশ্রাব্য ভাষায় প্রাণহানির হুমকি দিয়েছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে অনতিবিলম্বে কর্তৃপক্ষকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনার দাবি জানাচ্ছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct