আপনজন ডেস্ক: ইউক্রেনের মূল প্রস্তাবে রাশিয়া মৌখিকভাবে সম্মত হয়েছে। রাশিয়ার সাথে শান্তি আলোচনা চালিয়ে যাওয়া ইউক্রেনের শীর্ষ আলোচক এ কথা জানান। এতে করে যুদ্ধ বন্ধে আলোচনায় অগ্রগতি হবে বলে আশা করছেন বিশ্লেষকরা। আলোচক ডেভিড আরাখামিয়া ইউক্রেনের টেলিভিশন চ্যানেলকে বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে খুব সম্ভব তুরস্কে বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি বলেন, রুশ ফেডারেশন সকল কিছুর একটা আনুষ্ঠানিক জবাব দিয়েছে, যা হল তারা ক্রিমিয়া ইস্যু ছাড়া ইউক্রেনের অবস্থানকে গ্রহণ করেছে। তবে লিখিতনয়, মৌখিকভাবে দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct